Indian Railway

টিকিট কনফার্মড? চার ঘণ্টা নয়, জানা যাবে ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগেই! নতুন নিয়ম নিয়ে ভাবনা শুরু রেলের

টিকিট নিশ্চিতকরণের বিষয়ে রেল দেশব্যাপী নিয়মটি চালু করলে কোটি কোটি যাত্রী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। ২৪ ঘণ্টা আগেই যদি অপেক্ষমাণ যাত্রীরা জানতে পারেন তাঁদের টিকিট নিশ্চিত (কনফার্মড) হয়নি, তবে বিকল্প ব্যবস্থা করতে সুবিধা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ১৬:০৮
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

অপেক্ষমাণ টিকিট নিশ্চিত (কনফার্মড) হয়েছে কি না, তা এত দিন জানা যেত ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে! এ বার থেকে সেই নিয়ম পরিবর্তন করতে চাইছে ভারতীয় রেল। চার ঘণ্টা নয়, ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগে ট্রেনের নিশ্চিত আসনের তালিকা প্রকাশ করা হবে। এই বিষয়ে কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

দূরপাল্লা হোক বা মাঝারি দূরত্ব— স্বচ্ছন্দে যাতায়াত করতে অনেকেই আগে থেকে টিকিট কাটেন। দু’মাস আগে থেকেই সংরক্ষিত টিকিট কাটার সুযোগ পান যাত্রীরা। অনেক ট্রেনের ক্ষেত্রে বুকিং শুরুর কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যেই টিকিট ফুরিয়ে যায়। লম্বা হতে থাকে ‘ওয়েটিং লিস্ট’ (অপেক্ষমাণ তালিকা)। সংশ্লিষ্ট ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে এত দিন অপেক্ষমাণ যাত্রীরা জানতে পারতেন তাঁদের টিকিট নিশ্চিত হয়েছে কি না। যাত্রীদের অভিযোগ, মাত্র চার ঘণ্টা আগে জানতে পারলে শেষ মুহূর্তে বিকল্প ব্যবস্থা করা সম্ভব হয় না। অনেক সময়ই পরিকল্পনা বাতিল করতে হয়।

যাত্রীদের এ হেন নানা অভিযোগের সুরাহা করতে এ বার পদক্ষেপ শুরু করল রেল। ২৪ ঘণ্টা আগে নিশ্চিতকরণ তালিকা প্রকাশ করার ভাবনাচিন্তা শুরু হল। সূত্রের খবর, পরীক্ষামূলক ভাবে বিষয়টি নিয়ে কাজ চলছে রাজস্থানের বিকানের বিভাগে। ওই বিভাগের একটি ট্রেনের ক্ষেত্রেই নতুন নিয়ম চালু করা হয়েছে। এখনও পর্যন্ত নতুন নিয়মে কোনও সমস্যা হয়নি বলেই রেল সূত্রে খবর। রেল কর্তাদের দাবি, আরও কয়েক সপ্তাহ বিকানের বিভাগে পরীক্ষামূলক ভাবে এই নিয়ম চলবে। তার পরে তা দেশ জুড়ে শুরু করা যায় কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

টিকিট নিশ্চিতকরণের বিষয়ে রেল দেশব্যাপী এই নিয়ম চালু করলে কোটি কোটি যাত্রী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। ২৪ ঘণ্টা আগেই যদি যাত্রীরা জানতে পারেন, তাঁদের টিকিট নিশ্চিত হয়নি, তবে বিকল্প ব্যবস্থা করতে সুবিধা হবে। জানা গিয়েছে, গত ২১ মে বিকানের স্টেশন পরির্দশনে গিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই সময় স্টেশনে কর্তারা টিকিট নিশ্চিতকরণের নতুন বিষয় সম্পর্কে তাঁকে অবগত করেন। সম্মত হন রেলমন্ত্রী। তার পরেই পরীক্ষামূলক ভাবে এই ব্যাপারে কাজ শুরু হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement