তামিলনাড়ুতে বন্যা সামলাতে সেনা তলব, মৃত বেড়ে ১৮৮

তামিলনাড়ুতে নিম্নচাপের গেরো যেন কাটতেই চাইছে না! দক্ষিণ আন্দামানের কাছে বঙ্গোপসাগরের উপর ফের একটা নিম্নচাপ তৈরি হওয়ায় সোমবার থেকে টানা বৃষ্টি শুরু হওয়ায় নাজেহাল রাজ্যবাসী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৫ ১৪:৩১
Share:

তামিলনাড়ুতে নিম্নচাপের গেরো যেন কাটতেই চাইছে না! দক্ষিণ আন্দামানের কাছে বঙ্গোপসাগরের উপর ফের একটা নিম্নচাপ তৈরি হওয়ায় সোমবার থেকে টানা বৃষ্টি শুরু হওয়ায় নাজেহাল রাজ্যবাসী। অক্টোবরের জল শুকোতে না শুকোতেই ফের নিম্নচাপের হানায় প্রশাসনের কপালেও ভাঁজ পড়েছে। গত কাল থেকে টানা বৃষ্টিপাতের ফলে রাজধানী চেন্নাই-সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গায় জলবন্দি হয়ে পড়েছে মানুষ। রাস্তাঘাটের অবস্থাও শোচনীয়। কোথাও হাঁটু সমান তো, কোথাও কোমর সমান জল। গত অক্টোবর থেকে এ পর্যন্ত বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৮। একটা ঘা শুকোতে না শুকোতে সোমবার থেকে নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় অবস্থা যে আরও খারাপ হবে সে প্রহরই গুনছেন রাজ্যবাসী। মঙ্গলবারও বৃষ্টির কোনও উন্নতি হয়নি। বৃষ্টির জেরে বাতিল করা হয়েছে বহু বিমান এবং ট্রেন।

Advertisement

চেন্নাইয়ের অবস্থাও খুব একটা ভাল নয়। অনেক জায়গায় রাস্তায় ধস নেমে গিয়েছে। চেন্নাই ও কাঞ্চিপুরমে বন্যার সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। রাজ্য আবহাওয়া দফতরের রেকর্ড বলছে অক্টোবর ও নভেম্বর মিলিয়ে চেন্নাইয়ে ১০৮৮.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ১৯১৮ সালের পর এই প্রথম এত বৃষ্টি হল বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বৃষ্টির জেরে চেন্নাই, কাঞ্চিপুরম, ভিল্লুপুরম, পুদুচেরি এবং কারাইকলে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।

Advertisement

মৌসম ভবন জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত প্রবল বৃষ্টি হবে রাজ্যের উত্তর অংশে এবং পুদুচেরিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন