ধূলিঝড়ে বিধ্বস্ত রাজধানী

বিকেল তখন প্রায় সাড়ে পাঁচটা। হঠাৎ প্রবল ধূলিঝ়়ড় উঠল দিল্লিতে। যার জেরে আজ বাতিল হয়েছে প্রচুর উড়ান। রাজধানীর তাপমাত্রাও কমল অনেকটা। অন্য দিকে, গত কাল রাতে উত্তরপ্রদেশ ও রাজস্থানে ব্যাপক ধূলিঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ জুন ২০১৮ ০৩:২৯
Share:

ছবি:পিটিআই।

বিকেল তখন প্রায় সাড়ে পাঁচটা। হঠাৎ প্রবল ধূলিঝ়়ড় উঠল দিল্লিতে। যার জেরে আজ বাতিল হয়েছে প্রচুর উড়ান। রাজধানীর তাপমাত্রাও কমল অনেকটা। অন্য দিকে, গত কাল রাতে উত্তরপ্রদেশ ও রাজস্থানে ব্যাপক ধূলিঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। যার জেরে উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ২৬ জনের।

Advertisement

দিল্লিতে ধূলিঝড় এবং ৭০-৮০ কিলোমিটার বেগে হাওয়ার সঙ্গে হাল্কা বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। আজ বিকেলে ধূলিঝড়ের ফলে রাজধানী থেকে ২৭টি উড়ান ঘুরিয়ে দেওয়া হয়। তাপমাত্রা ৪৫-৪৬ ডিগ্রি সেলসিয়াস থেকে এক ধাক্কায় নেমে আসে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। খারাপ আবহাওয়ার সময়ে সাবধানে চলতে দিল্লিবাসীকে পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। জনকপুরি ইস্ট স্টেশনের কাছে কিছুটা ব্যাহত হয় মেট্রো পরিষেবাও। প্রবল বৃষ্টি হয়েছে হরিয়ানার গুড়গাঁওয়ে।

গত কাল রাতে উত্তরপ্রদেশের জৌনপুর, সুলতানপুর, উন্নাও, চান্দৌলি, বাহরাইচের মতো এলাকায় ধূলিঝড় ও বজ্রাঘাতে ২৬ জনের মৃত্যু হয়েছে। এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এ নিয়ে কোনও টালবাহানা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সাহায্য দেবে রাজ্য সরকার।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন