National News

বুলেট ট্রেনের জন্য ইট বসাতে দেব না, হুমকি রাজ ঠাকরের

শনিবার রাজ বলেন, ‘‘মুম্বইয়ে বুলেট ট্রেনের জন্য একটা ইটও আমরা বসাতে দেব না। আগে মুম্বইয়ের লোকাল ট্রেনের যাত্রীদের কথা ভাবুক রেল মন্ত্রক। তার পর বুলেট ট্রেন! মোদী (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) যদি বুলেট ট্রেন চালু করতেই চান, তা হলে সেটা ওঁর রাজ্য গুজরাতে করুন। মুম্বইয়ে নয়। ওঁরা যদি জোরজবরদস্তিতে বুলেট ট্রেন চালাতে চান মুম্বইয়ে, তা হলে আমরাও যে ভাবেই হোক তা রুখব।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৪০
Share:

রাজ ঠাকরে।- ফাইল চিত্র।

নিত্যযাত্রীদের জন্য লোকাল ট্রেনের পরিকাঠামো উন্নয়নে রেলমন্ত্রী নজর না দিলে মুম্বইয়ে বুলেট ট্রেনের জন্য একটা ইটও বসাতে দেবেন না মহারাষ্ট্র নবনির্মাণ সেনা নেতা রাজ ঠাকরে।

Advertisement

শনিবার রাজ বলেন, ‘‘মুম্বইয়ে বুলেট ট্রেনের জন্য একটা ইটও আমরা বসাতে দেব না। আগে মুম্বইয়ের লোকাল ট্রেনের যাত্রীদের কথা ভাবুক রেল মন্ত্রক। তার পর বুলেট ট্রেন! মোদী (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) যদি বুলেট ট্রেন চালু করতেই চান, তা হলে সেটা ওঁর রাজ্য গুজরাতে করুন। মুম্বইয়ে নয়। ওঁরা যদি জোরজবরদস্তিতে বুলেট ট্রেন চালাতে চান মুম্বইয়ে, তা হলে আমরাও যে ভাবেই হোক তা রুখব।’’

আরও পড়ুন- ১৪ ফুট সুড়ঙ্গের হদিশ কাশ্মীরে, বড় নাশকতার ছক ফাঁস

Advertisement

আরও পড়ুন- নাফ নদীতে বিসর্জন, কোরিয়ায় মেঘ, হিমালয়ে ভারসাম্য

বুলেট ট্রেন নিয়ে বিঁধতে গিয়ে কেন্দ্রের এনডিএ সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ দিন কড়া সমালোচনা করেন রাজ ঠাকরে। তিনি বলেন, ‘‘মোদীর মতো এত বড় মিথ্যেবাদী প্রধানমন্ত্রী দেশে এর আগে হয়নি। উনি ভোটের (২০১৪-র লোকসভা নির্বাচন) আগে অনেক বড় বড় কথা বলেছিলেন। গালভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তার একটা কথাও উনি রাখেননি।’’

রাজ এমনকী এও বলেছেন, আগের রেলমন্ত্রী সুরেশ প্রভু ঢের ভাল ছিলেন বর্তমান রেলমন্ত্রী পীযূষ গয়ালের চেয়ে। রাজের বক্তব্য, বুলেট ট্রেন চালু করতেই পীযূষ গয়ালকে রেলমন্ত্রী বানিয়েছেন মোদী।

এ দিন বুলেট ট্রেন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement