National News

রজনীকান্ত বিজেপিতে স্বাগত: অমিত শাহের মন্তব্যে জল্পনা তুঙ্গে

রজনীকান্ত কি রাজনীতিতে আসছেন, যোগ দিচ্ছেন বিজেপিতে? এই প্রশ্নকে ঘিরে দেশের রাজনৈতিক মহলে জল্পনা যখন তীব্র, ঠিক তখনই বিষয়টি নিয়ে মুখ খুললেন খোদ বিজেপি সভাপতি অমিত শাহ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মে ২০১৭ ১৭:৩৮
Share:

—ফাইল চিত্র।

রজনীকান্ত কি রাজনীতিতে আসছেন, যোগ দিচ্ছেন বিজেপিতে? এই প্রশ্নকে ঘিরে দেশের রাজনৈতিক মহলে জল্পনা যখন তীব্র, ঠিক তখনই বিষয়টি নিয়ে মুখ খুললেন খোদ বিজেপি সভাপতি অমিত শাহ। রাজনীতিতে রজনীকান্ত স্বাগত— মাপা মন্তব্য বিজেপি সভাপতির। আর অমিত শাহ যেখানে শেষ করলেন, সেখান থেকেই শুরু করলেন বিজেপির আর এক শীর্ষ নেতা নিতিন গডকড়ী। বিজেপির প্রাক্তন সভাপতি তথা মোদী ক্যাবিনেটের এই গুরুত্বপূর্ণ সদস্যের মন্তব্য— রজনীকান্তের জন্য ‘উপযুক্ত স্থান’ বিজেপিতে রয়েছে। দক্ষিণী সুপারস্টার নিজে অবশ্য মুখ খোলেননি বিষয়টি নিয়ে।

Advertisement

সম্প্রতি রজনীকান্ত তামিলনাড়ুতে নিজের অনুগামী এবং ভক্তকুলের সঙ্গে দেখা করেছেন এবং আলাপচারিতায় অংশ নিয়েছেন। সেই বিশেষ কর্মসূচিতেই দক্ষিণী সুপারস্টার ইঙ্গিত দেন, তিনি রাজনীতিতে পদার্পণ করতে পারেন। ভক্তকুলকে রজনী জানান, নতুন এক লড়াই শুরু করতে হতে পারে। রজনীকান্তের এই মন্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সুসম্পর্ক, বিজেপির বেশ কয়েক জন শীর্ষ নেতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা— সব মিলিয়েই বাড়ছিল তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা। তেমন এক পরিস্থিতিতে বিজেপি সভাপতি অমিত শাহ নয়াদিল্লিতে বললেন, ‘‘আমাদের তরফ থেকে সব ভাল মানুষই রাজনীতিতে স্বাগত।’’ নরেন্দ্র মোদীর সঙ্গে শীঘ্রই রজনীকান্তের দেখা হতে পারে বলে যে জল্পনা রয়েছে, তাও নস্যাৎ করলেন না অমিত শাহ। বললেন, ‘‘সব ক্ষেত্র থেকেই ভাল মানুষরা মোদীজির সঙ্গে দেখা করেন এবং দেখা করা উচিতও।’’ এর চেয়ে খোলসা করে আর কিছু বলতে চাননি অমিত শাহ। রজনীকান্ত রাজনীতিতে আসবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন— এটুকু বলে রজনী প্রসঙ্গে নিজের মন্তব্যে ইতি টেনে দিয়েছেন।

সম্প্রতি তামিলনাড়ুতে নিজের অনুগামী এবং ভক্তদের সঙ্গে দেখা করেছেন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত। নতুন লড়াই শুরুর বার্তা দিয়েছেন। তার পর থেকেই রজনীর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা বেড়েছে। —ফাইল চিত্র।

Advertisement

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অমিত শাহ এখনই এর চেয়ে বেশি খোলসা করে রজনীকান্ত প্রসঙ্গে মন্তব্য করবেন না। দক্ষিণী সুপারস্টার নিজেই যখন বিষয়টি নিয়ে মুখ খুলছেন না, তখন বিজেপি সভাপতি আগ বাড়িয়ে তা নিয়ে মন্তব্য করবেন, এমনটা প্রত্যাশিত নয়। কিন্তু তা বলে বিজেপি জল্পনায় জল ঢেলে দিচ্ছে, এমনটাও কিন্তু নয়। রজনীকান্তের বিজেপিতে যোগদান প্রসঙ্গে আরও একটু বিস্তারিত মন্তব্য পাওয়া গেল, কিন্তু তা এল নরেন্দ্র মোদী-অমিত শাহদের পরের ধাপ থেকে। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতি নিতিন গডকড়ী মুখ খুললেন। তিনি জানালেন, রজনীকান্ত বিজেপিতে যোগ দিন, এমনটা তিনি খুবই চাইছেন। গডকড়ীর কথায়, ‘‘শেষ বার যখন চেন্নাই গেলাম, তখন রজনীকান্তের সঙ্গে আমার দেখা হয়েছে, রাজনীতি নিয়ে কথাও হয়েছে।’’ গডকড়ী আরও বলেছেন, ‘‘যদি তিনি (রজনীকান্ত) বিজেপিতে আসেন, তা হলে বিজেপিতে তাঁর জন্য উপযুক্ত স্থান রয়েছে।’’ শীর্ষ বিজেপি নেতার মন্তব্য, ‘‘আমি রজনীকান্তকে বলেছি, রাজনীতিতে যোগ দেওয়ার জন্য এটাই তাঁর পক্ষে সবচেয়ে ভাল সময়।’’

আরও পড়ুন: রাজীব-স্মরণ ঘিরে বিরোধী ঐক্যের সুর রাজধানীতে

রজনীকান্ত নিজে কিন্তু এখনও বিজেপিতে যোগ দেওয়া নিয়ে স্পষ্ট কোনও মন্তব্য করছেন না। তা হলে কি জল মাপছেন দক্ষিণী সুপারস্টার? তাঁর জনপ্রিয়তা নিয়ে কোনও সংশয় নেই, ভক্তকুল বিশাল। কিন্তু রজনীর রাজনীতিতে আসা নিয়ে জল্পনা তৈরি হতেই চেন্নাইতে বিরোধিতাও শুরু হয়েছে, পুড়েছে সুপারস্টারের কুশপুতুল। সেই কারণেই কি পরিস্থিতি আর একটু বুঝে নিতে চাইছেন রজনী? আরও একটু ভাবনাচিন্তার পরেই কি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন? জল্পনা এখন তা নিয়েও।

আরও পড়ুন: বিজেপির সঙ্গে জোট বাঁধতে পারে এডিএমকের বিদ্রোহী গোষ্ঠী, জল্পনা তুঙ্গে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন