রাজনাথ সিংহ। —ফাইল চিত্র।
‘অপারেশন সিঁদুর’-এর সময় চার টুকরো হয়ে যেতে পারত পাকিস্তান। দেশীয় প্রযুক্তিতে তৈরি নৌবহর ‘আইএনএস বিক্রান্ত’-এ নৌসেনার আধিকারিকদের সঙ্গে দেখা করে এমনই দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তাঁর এই দাবির সপক্ষে ব্যাখ্যাও দিয়েছেন রাজনাথ। তিনি জানান, যদি ভারতের নৌসেনা ‘অপারেশন সিঁদুর’-এ স্থলসেনা এবং বায়ুসেনার সঙ্গে শামিল হত, তা হলে পাকিস্তান চার টুকরো হয়ে যেতে পারত।
রবিবার গোয়া থেকে পাকিস্তানকে ফের তোপ দাগেন রাজনাথ। জানান, পাকিস্তানের উচিত তাদের মাটি থেকে সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলা। এই সূত্রেই রাজনাথ বলেন, “পাকিস্তান যদি সত্যি আলোচনা চায়, তবে তারা হাফিজ় সইদ এবং মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে দিক। তা হলে বিচার হবে।”
নিজের বক্তব্যে ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধের প্রসঙ্গও এনেছেন রাজনাথ। তিনি বলেন, “১৯৭১ সালে ভারতের নৌসেনা ময়দানে নামার পরেই পাকিস্তান দু’টুকরো (পাকিস্তান এবং সাবেক পূর্ব পাকিস্তান, অধুনা বাংলাদেশ) হয়ে গিয়েছিল। যদি ‘অপারেশন সিঁদুর’-এর সময় নৌসেনা ময়দানে নামত, তা হলে আমার ধারণা পাকিস্তান চার টুকরো হতে পারত।”
শুক্রবার আরব সাগরের উপর ভাসমান ‘আইএনএস বিক্রান্ত’-এ যান রাজনাথ। সামগ্রিক পরিস্থিতি এবং প্রস্তুতি খতিয়ে দেখেন। তার পরেই পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় সমুদ্রে ভারতের আধিপত্য সুনিশ্চিত রাখার জন্য নৌসেনাকে ধন্যবাদ জানান তিনি।