পাকিস্তানকেই তোপ

গরম পুরোদস্তুর পড়ার আগেই ভূস্বর্গে নতুন করে অশান্তি শুরু হওয়ার পিছনে ফের পাকিস্তানের দিকেই আঙুল তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তাঁর বক্তব্য, শুধু কাশ্মীর নয়, গোটা দেশেই অস্থিরতা তৈরির পিছনে সক্রিয় পাকিস্তান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ০৩:১১
Share:

গরম পুরোদস্তুর পড়ার আগেই ভূস্বর্গে নতুন করে অশান্তি শুরু হওয়ার পিছনে ফের পাকিস্তানের দিকেই আঙুল তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তাঁর বক্তব্য, শুধু কাশ্মীর নয়, গোটা দেশেই অস্থিরতা তৈরির পিছনে সক্রিয় পাকিস্তান। একই সঙ্গে তাঁরা যাতে পাকিস্তানের প্ররোচনায় পা না দেন, সে জন্য আজ কাশ্মীরের যুব সমাজের কাছে আবেদনও জানান রাজনাথ। গত কয়েক মাস ধরে কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ শুরু হলেই বাহিনীকে লক্ষ করে পাথর ছোড়ায় নেমে পড়ছে এক দল স্থানীয় তরুণ। এই প্রবণতা নতুন বলে আজ স্বীকার করে রাজনাথ বলেন, ‘‘এই যুবকেরা পাকিস্তানের প্ররোচনায় পা দিচ্ছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement