রামমন্দির নির্মাণের দাবি উস্কে দিলেন ভাগবত

শুধু বলেন, ‘‘রামমন্দির দ্রুতই হবে। কারণ সেটা হিন্দু-মুসলমান উভয়েরই আস্থার বিষয়।’’ এর পরেই হিন্দুত্বের ব্যাখ্যায় ঢুকে ভাগবত বলেন, ‘‘এ দেশে যাঁরাই বাস করেন, জাতীয়তাবাদ বা পরিচয়ের দিক থেকে তাঁরা হিন্দু। অনেকে তা স্বীকার করতে দ্বিধাবোধ করেন। কিন্তু তাঁরা সকলেই আমাদের লোক। কারণ একতাই আমাদের ঐতিহ্য।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৩৪
Share:

মোহন ভাগবত। — ফাইল চিত্র।

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে দ্রুত রামমন্দির নির্মাণের দাবি উস্কে দিলেন সঙ্ঘ-প্রধান মোহন ভাগবত।

Advertisement

তিন দিন ধরে দিল্লিতে ভবিষ্যৎ ভারতের রূপরেখা নিয়ে আলোচনা সভার আয়োজন করেছিল সঙ্ঘ পরিবার। আজ ছিল শেষ দিন। সমাপ্তির দিনে প্রতিনিধিদের প্রশ্নের জবাব দিতে মুখ খোলেন সঙ্ঘ-প্রধান ভাগবত। রামমন্দির প্রসঙ্গে তিনি বলেন, ‘‘রাজনীতি না-ঢুকলে অনেক আগেই এই সমস্যার সমাধান হয়ে যেত। আর তা হলে দুই সম্প্রদায়ের মধ্যের উত্তেজনাও অনেকটাই প্রশমিত হত।’’ বিষয়টি বিচারাধীন হওয়ায় কী ভাবে রামমন্দির সমস্যার সমাধান হবে, সেই বিস্তারিত ব্যাখ্যায় যেতে চাননি সঙ্ঘ-প্রধান। শুধু বলেন, ‘‘রামমন্দির দ্রুতই হবে। কারণ সেটা হিন্দু-মুসলমান উভয়েরই আস্থার বিষয়।’’ এর পরেই হিন্দুত্বের ব্যাখ্যায় ঢুকে ভাগবত বলেন, ‘‘এ দেশে যাঁরাই বাস করেন, জাতীয়তাবাদ বা পরিচয়ের দিক থেকে তাঁরা হিন্দু। অনেকে তা স্বীকার করতে দ্বিধাবোধ করেন। কিন্তু তাঁরা সকলেই আমাদের লোক। কারণ একতাই আমাদের ঐতিহ্য।’’

দেশ জুড়ে যে ভাবে গো-রক্ষার নামে গণপিটুনির হিড়িক পড়েছে, আজ তারও সমালোচনা করেন ভাগবত। তিনি বলেন, ‘‘গো-রক্ষা জরুরি। কিন্তু তা করতে আইন নিজের হাতে তুলে নেওয়াটা মানা যায় না। যারা সেটা করবে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।’’ তবে একই সঙ্গে তাঁর সতর্কবার্তা, ‘‘আমাদের দ্বিচারিতা করাটাও ঠিক নয়। গরু পাচারকারীদের বিরুদ্ধেও সরব হওয়া প্রয়োজন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement