গাঁধী ও পটেলের পরে এ বার তিনি লোহিয়া-অনুরাগী

এ বার তিনি রামমনোহর লোহিয়ার ‘খাঁটি’ অনুরাগী। ব্লগ লিখে আজ নিজেকে এই নতুন অবতারে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিশানা করলেন সেই সব ‘ভেজাল’ লোহিয়াপন্থীদের, যাঁরা কংগ্রেসের সুরে বলছেন। কিংবা তাদের সঙ্গে জোট করছেন।      

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৯ ০৫:০৮
Share:

নরেন্দ্র মোদী।—নিজস্ব চিত্র।

এ বার তিনি রামমনোহর লোহিয়ার ‘খাঁটি’ অনুরাগী। ব্লগ লিখে আজ নিজেকে এই নতুন অবতারে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিশানা করলেন সেই সব ‘ভেজাল’ লোহিয়াপন্থীদের, যাঁরা কংগ্রেসের সুরে বলছেন। কিংবা তাদের সঙ্গে জোট করছেন।

Advertisement

উত্তরপ্রদেশে লোহিয়াপন্থী মুলায়ম-অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের নির্বাচনী জোট হয়নি। তবে বিজেপির বিরুদ্ধে তারা এক সুরেই কথা বলছে। বিহারে লালুপ্রসাদের আরজেডি, কর্নাটকে এইচ ডি দেবগৌড়ার জেডি(এস)-এর সঙ্গে কংগ্রেসের জোট হয়েছে। বিহারের ‘মহাজোট’-এ যোগ দিয়েছেন আর এক লোহিয়াপন্থী নেতা শরদ যাদব। লোহিয়াপন্থীদের এ ভাবে কংগ্রেসের সঙ্গে হাত মেলানো যে বিজেপি নেতৃত্বের রক্তচাপ বাড়িয়েছে, মোদীর লেখায় আজ সেই ইঙ্গিত স্পষ্ট।

বিরোধীদের মহাজোটকে আগেই ‘মহাভেজাল’ আখ্যা দিয়েছিলেন মোদী। আজ রামমনোহর লোহিয়ার জন্মবার্ষিকীতে ব্লগ লিখে প্রধানমন্ত্রী কংগ্রেসের সঙ্গে মহাজোট গড়ার জন্য লোহিয়াপন্থীদের নিশানা করলেন। কংগ্রেস-বিরোধিতা লোহিয়ার হৃদয়-আত্মার অংশ ছিল— এই যুক্তি তুলে ধরে মোদীর অভিযোগ, ‘‘আজ যে সব দল নিজেদের মিথ্যেই লোহিয়াপন্থী বলে দাবি করে, তারা কংগ্রেসের সঙ্গে ভেজাল ভর্তি জোট তৈরিতে ব্যস্ত।’’

Advertisement

মোদীর এই দাবি উড়িয়ে দিয়েছেন সমাজবাদী পার্টির কাণ্ডারি অখিলেশ যাদব। এ দিন লখনউয়ের লোহিয়া পার্কে লোহিয়ার মূর্তিতে শ্রদ্ধা জানানোর পরে তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী বা বিজেপির সঙ্গে লোহিয়াজির কোনও সম্পর্ক নেই। বিজেপির সঙ্গেও সমাজবাদ বা ধর্মনিরপেক্ষতার সঙ্গে কোনও সম্পর্ক নেই।’’ আগেও জরুরি অবস্থার কথা তুলে বিজেপি নেতা কংগ্রেসের সঙ্গে সমাজবাদী নেতাদের দূরত্ব তৈরির চেষ্টা করেছেন। কিন্তু পুরনো লোহিয়াপন্থীদের মধ্যে একমাত্র নীতীশ কুমার ছাড়া এখন বিজেপির পাশে কেউ নেই। অখিলেশ বলেন, ‘‘লোহিয়াজি জাতপাত দূর করার কথা বলতেন। বিজেপি জাতিবিদ্বেষ বাড়ানোর কাজ কাজ করে।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

মোদী এর আগে নিজেকে মোহনদাস কর্মচন্দ গাঁধী থেকে বল্লভভাই পটেলের প্রকৃত উত্তরসূরি হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। দাবি করেছেন, কংগ্রেস নয়, তিনিই গাঁধী-পটেলের পথে চলেন। আজ লোহিয়ার ক্ষেত্রেও একই দাবি করার পিছনে মোদীর যুক্তি, লোহিয়ার চিন্তাভাবনা তাঁকে অনুপ্রাণিত করে। লোহিয়ার চিন্তাভাবনা মেনেই তাঁর সরকার কৃষির আধুনিকীকরণ, চাষিদের ক্ষমতায়নের চেষ্টা করছে। জাতপাত, নারী-পুরুষ বৈষম্য দূর করতে ‘সবকা সাথ, সবকা বিকাস’ নীতি নিয়েছে। অথচ লোহিয়াপন্থীরা তাঁর তিন তালাক নিষিদ্ধ করার চেষ্টায় বাধা দিয়েছিলেন বলেও মোদীর অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন