বিচারপতি গগৈয়ের চিন্তা জমা মামলা

বিদায়ী প্রধান বিচারপতি দীপক মিশ্রের আমলে সরকার বিচারবিভাগের কাজকে প্রভাবিত করার চেষ্টা করছে বলে যে চার বিচারপতি সরব হয়েছিলেন, তাঁদের অন্যতম ছিলেন বিচারপতি গগৈ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৪১
Share:

রঞ্জন গগৈ। —ফাইল চিত্র।

প্রধান বিচারপতির দায়িত্ব নিয়ে জমা থাকা মামলার পাহাড় কমাতে চান রঞ্জন গগৈ। আগামী বুধবার নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন তিনি। তার আগে শনিবার সন্ধ্যায় আইনজীবীদের এক সভায় বিচারপতি গগৈ বলেন, দু’টি সমস্যা নিয়ে তিনি চিন্তিত। এক, নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলার পাহাড়। ফলে গোটা বিচারব্যবস্থার নাক কাটা যাচ্ছে। দেওয়ানি মামলার ক্ষেত্রে দু’তিন প্রজন্ম কেটে যাওয়ার পরে বিচার মিলছে। দ্বিতীয় সমস্যা হল, দেশের বিরাট সংখ্যক গরিব মানুষের কাছে বিচার ঠিকমতো পৌঁছচ্ছে না।

Advertisement

তবে বিচারপতি গগৈয়ের দাবি, এই সমস্যা সমাধানের কাজটা কঠিন নয়। তাঁর মাথায় একটি পরিকল্পনাও রয়েছে। কী সেই পরিকল্পনা তা অবশ্য এ দিন জানাননি তিনি। তবে আগাম সাহায্য চেয়েছেন আইনজীবীদের কাছ থেকে। বলেছেন, আইনজীবীরাই আসল। বিচারপতিরা তাঁদেরই প্রতিফলন।

বিদায়ী প্রধান বিচারপতি দীপক মিশ্রের আমলে সরকার বিচারবিভাগের কাজকে প্রভাবিত করার চেষ্টা করছে বলে যে চার বিচারপতি সরব হয়েছিলেন, তাঁদের অন্যতম ছিলেন বিচারপতি গগৈ। আজ নিজে প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার আগে তিনি স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছেন যে, বিচারবিভাগের হয়ে সরকারের কাজে নাক গলাতে চান না তিনি। ক্ষমতার গণ্ডি পার করে, অন্যের ক্ষমতায় হস্তক্ষেপের কোনও প্রশ্নই নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement