অবশেষে আদালতে আত্মসমর্পণ করলেন আরজেডি বিধায়ক রাজবল্লভ যাদব। নাবালিকাকে অপহরণ ও ধর্ষণে অভিযুক্ত বিধায়ক আজ দুপুরে বিহারশরিফ আদালতে হাজির হন। বেশ কিছুদিন ধরেই তিনি ‘ফেরার’ ছিলেন। আদালত তাঁর সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিয়েছিল। এরপরেই আদালতে আত্মসমর্পণ করেন লালুপ্রসাদ ঘনিষ্ঠ বিধায়ক। আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
৬ ফেব্রুয়ারি নওয়াদা থানার ইংলিশ পাথরা গ্রামের এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ ওঠে বিধায়ক রাজবল্লভ যাদবের বিরুদ্ধে। ৯ ফেব্রুয়ারি বিহারশরিফের মহিলা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। সে সময়ে পুলিশ এবং অভিযোগকারী দু’জনেই জানতেন না অভিযুক্ত বিহারের বিধায়ক। ঘটনার তদন্তে নেমে পটনার ডিআইজি শালিন ১৩ ফেব্রুয়ারি অভিযুক্তের পরিচয় জানতে পারেন। মহিলা থানার অফিসার মৃদুলা কুমারীকে তিনি ওই বিধায়ককে গ্রেফতার করার নির্দেশ দেন।
ঘটনা সামনে আসায় বিধায়ককে সাসপেন্ড করেছে আরজেডি। দলীয় স্তরে ঘটনার তদন্তের নির্দেশও দেন লালুপ্রসাদ। উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ঘটনার নিন্দা করেন। গা-ঢাকা দেন রাজবল্লভ। ওই নাবালিকার এ বার মাধ্যমিক দেওয়ার কথা ছিল। তিনি পরীক্ষায় বসতে পারেননি। ১৬ ফেব্রুয়ারি জাতীয় মহিলা কমিশনের দুই সদস্য তাঁর বাড়িতে যান।