RBI

আসছে নতুন ২০ টাকার নোট, নোটিস দিয়ে জানাল রিজার্ভ ব্যাঙ্ক

সেই তালিকায় এ বার যুক্ত হতে চলেছে নতুন ২০ টাকার নোটও। নতুন এই নোটের রং হবে সবুজাভ হলুদ।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৯ ১৪:১০
Share:

এই রকম দেখতে হবে নতুন ২০ কুড়ি টাকার নোট। ছবি সৌজন্যে রিজার্ভ ব্যাঙ্ক।

শীঘ্রই বাজারে আসছে নতুন ২০ টাকার নোট। শুক্রবার একটি নোটিস জারি করে এ কথা ঘোষণা করেছেভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। মহাত্মা গাঁধীর ছবি সম্বলিত সবুজাভ হলুদ রঙের এই নতুন নোটে থাকবে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের স্বাক্ষর।

Advertisement

নোটবন্দির পর এক হাজার টাকার নোটের অবলুপ্তি ঘটলেও দেশ পেয়েছে নতুন ২০০০, ৫০০, ২০০, ১০০, ৫০ ও ১০ টাকার নোট। সেই তালিকায় এ বার যুক্ত হতে চলেছে নতুন ২০ টাকার নোটও। নতুন এই নোটের রং হবে সবুজাভ হলুদ। ৬৩ মিলিমিটার চওড়া ও ১২৯ মিলিমিটার লম্বা,নতুন ২০ টাকার নোটের পিছন দিকে থাকবে ইলোরার গুহার ছবি। রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে ছড়িয়ে দিতেই ইলোরার গুহাচিত্র স্থান পেয়েছে নতুন ২০ টাকার নোটে।

এগুলি ছাড়াও নতুন ২০ টাকার নোটের মধ্যে থাকবে মহাত্মা গাঁধীর ছবি। এ ছাড়া অন্যান্য নোটের মতোই ‘আরবিআই’, ‘ভারত’, ‘ইন্ডিয়া’ শব্দগুলি থাকবে। এ ছাড়াও মহাত্মা গাঁধীর ছবির পাশে থাকবে অশোকস্তম্ভ। থাকবে স্বচ্ছ ভারত অভিযানের লোগো।

Advertisement

নতুন ২০ টাকার নোট। ছবি আরবিআইয়ের সৌজন্যে।

তবে ঠিক কবে থেকে এই নোট বাজারে আসবে তা এখনও জানানো হয়নি রিজার্ভ ব্যাঙ্কের তরফে।

আরও পড়ুন: জঙ্গিদের নিশানায় বেঙ্গালুরু, চূড়ান্ত সতর্কতা জারি রাজ্য জুড়ে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement