Tripura

ফেসবুকে ছেলেধরা গুজব, ত্রিপুরায় রাজনৈতিক তরজা তুঙ্গে

হিংসা মোকাবিলায় প্রশাসন ও পুলিশের কাছে সক্রিয় পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন রাজ্যে বিরোধী দলনেতা মানিক সরকারও। ছেলেধরা গুজবের জেরে এখনও পর্যন্ত ত্রিপুরায় জনরোষের বলি হয়েছেন চার জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০১৮ ২২:৫৭
Share:

মানিক সরকার। ফাইল চিত্র।

ছেলেধরা গুজব ও তার জেরে একের পর এক গণপিটুনি ও মৃত্যুর ঘটনায় ভুয়ো প্রচার চালানো হচ্ছে বিরোধী সিপিএম ও বিরোধী দলনেতা মানিক সরকারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ফেসবুকে ভুয়ো তথ্য ও পোস্ট দেওয়ার বিরুদ্ধে শনিবার আগরতলায় একটি মামলা দায়ের করেছেন কৌশিক দেববর্মা নামে এক ব্যক্তি। ‘টিম অনুপম পাল’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এই মিথ্যা পোস্টগুলি ছড়ানো হয়েছে বলে সুনির্দিষ্ট ভাবে অভিযোগে বলা হয়েছে। ত্রিপুরা পুলিশের সাইবার সেল পুরো ঘটনাটি খতিয়ে দেখবে বলে আগরতলা (পশ্চিম) থানার তরফে জানানো হয়েছে।
পাশাপাশি, কংগ্রেস সভাপতি বীরজিৎ সিংহের বিরুদ্ধেও ফেসবুকে নানা কুৎসা ছড়িয়েছে ‘টিম অনুপম পাল’ নামের এই অ্যাকাউন্টটি। তা নিয়ে উনকোটি জেলার কৈলাশহর থানায় অভিয়োগ দায়ের করেছে কংগ্রেস। আইনজীবীর সঙ্গে পরামর্শ করে পরবর্তী আইনি পদক্ষেপের কথা ভাবা হবে বলে জানিয়েছেন বীরজিৎ সিংহ।

Advertisement

আরও পড়ুন:

গৌরীর সঙ্গে হিট লিস্টে ৩৬ জনের নাম! ডায়েরি পেয়ে ঘুম ছুটেছে পুলিশের

Advertisement

রামের পর লক্ষ্মণ! লখনউয়ের মসজিদ থেকে শুরু বিজেপির অভিযান

হিংসা মোকাবিলায় প্রশাসন ও পুলিশের কাছে সক্রিয় পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন রাজ্যে বিরোধী দলনেতা মানিক সরকারও।
ছেলেধরা গুজবের জেরে এখনও পর্যন্ত ত্রিপুরায় জনরোষের বলি হয়েছেন চার জন। সমস্ত ঘটনার পেছনে সিপিএমের পরিকল্পনা আছে বলে শুক্রবারই অভিযোগ জানিয়েছিলেন রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement