kerala

Rehna Shajahan: এক দিনে ৮১টি অনলাইন কোর্সের সার্টিফিকেট! রেকর্ড গড়লেন ২৫ বছরের রেহনা

এক দিনে এক সঙ্গে অনলাইন কোর্সের ৮১টি সার্টিফিকেট পেয়ে নজির গড়লেন কেরলের ২৫ বছরের এই তরুণী।

Advertisement

সংবাদ সংস্থা

কোচি শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২২ ১৮:৫২
Share:

পড়াশোনা করার পাশাপাশি রেহনা একটি অসরকারি সংস্থার হয়ে কাজ করেন। ছবি: টুইটার।

এক দিন মাত্র আধ নম্বরের জন্য জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে এম কম নিয়ে ভর্তি হওয়া হয়নি। কিন্তু তাতে হার মেনে নেননি রেহনা শাহজাহান। এক দিনে বিভিন্ন অনলাইন কোর্সের ৮১টি সার্টিফিকেট এক সঙ্গে পেয়ে নজির গড়লেন কেরলের ২৫ বছরের এই তরুণী।

Advertisement

জামিয়া মিলিয়ায় সুযোগ না পাওয়ার পর অনলাইনে দু’টি স্নাতকোত্তর পাঠক্রমের জন্য নাম নথিভুক্ত করেছেন রেহনা। পাশাপাশি একাধিক ডিপ্লোমা কোর্সের জন্যও তিনি নাম নথিভুক্ত করেন। এর পর এমবিএ করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন রেহনা। সিএটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাঁর জামিয়া মিলিয়ায় পড়ার ইচ্ছা পূর্ণ হয়। তবে তত দিনে পড়াশোনা করার নেশা চেপে ধরেছে রেহনাকে। এমবিএ-র পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে অনলাইন কোর্সেও ভর্তি হন রেহনা। সম্প্রতি এক দিনে ৮১টি অনলাইন শংসাপত্র পাওয়ার রেকর্ড গড়েছেন রেহনা৷

কোট্টায়াম জেলার ইলিকলের বাসিন্দা রেহনা জানান, তাঁর দিদি নেহলাই তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছেন। পড়াশোনা করার পাশাপাশি রেহনা নয়াদিল্লিতে অবস্থিত একটি অসরকারি সংস্থার হয়ে কাজ করেন। এই সংস্থা সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠার করার কাজ করে।

Advertisement

রেহনার আগে এক দিনে সর্বাধিক ৭৫টি অনলাইন সার্টিফিকেট অর্জনের বিশ্বরেকর্ড ছিল। রেহনা তা ভেঙে অনেকখানি এগিয়ে গেলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন