উত্তাল পাক কাশ্মীর

কাশ্মীর উপত্যকার সঙ্গে বিক্ষোভের আগুনে পুড়ছে পাক অধিকৃত কাশ্মীরও। সদ্য সেখানে ভোটে জিতে ক্ষমতায় এসেছে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল(এন)। তার পরেই শরিফ জানিয়েছিলেন, গোটা কাশ্মীরই এক দিন পাকিস্তানের হাতে আসবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৬ ০৪:০৩
Share:

ইট-বৃষ্টিতে ভরেছে রাস্তা। পাহারা নিরাপত্তাবাহিনীর। বৃহস্পতিবার শ্রীনগরে। ছবি: পিটিআই।

কাশ্মীর উপত্যকার সঙ্গে বিক্ষোভের আগুনে পুড়ছে পাক অধিকৃত কাশ্মীরও। সদ্য সেখানে ভোটে জিতে ক্ষমতায় এসেছে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল(এন)। তার পরেই শরিফ জানিয়েছিলেন, গোটা কাশ্মীরই এক দিন পাকিস্তানের হাতে আসবে। কিন্তু গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সাহায্যে রিগিং করে শরিফের দল ক্ষমতায় এসেছে, এই অভিযোগে এখন উত্তাল পাক-অধিকৃত কাশ্মীর। স্থানীয় মানুষের দাবি, ফের নির্বাচন করা হোক সেখানে। এই নিয়ে বুধবার থেকেই রাজধানী মুজফফ্‌রাবাদে চলছে বিক্ষোভ। একই ছবি কোটলি, চিনারি, মিরপুরের মতো শহরেও। সেখানকার বাসিন্দাদের অভিযোগ, আইএসআই-এর সঙ্গে হাত মিলিয়ে নওয়াজের দল ছাপ্পা ভোট দিয়ে ক্ষমতায় এসেছে। শুক্রবার ইসলামাবাদে পাক অধিকৃত কাশ্মীরের সদ্য নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময়ও পড়শি দেশের গোলমাল নিয়ে মুখ খোলেন শরিফ। বলেন, ‘‘কাশ্মীর হল রাষ্ট্রপুঞ্জের অসমাপ্ত কর্মসূচি।’’ আর এখন নওয়াজেরই দলের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে মুখ খুলেছে দিল্লি। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহের বক্তব্য, ‘‘ইসলামাবাদের উচিত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলিয়ে নিজেদের দেশে মানবাধিকার রক্ষার চেষ্টা করা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement