National News

‘মরার আগে পাকিস্তানটা দেখে যেতে চাই’

ঋষি লিখেছেন, ‘‘আমার বয়স এখন ৬৫। মরার আগে পাকিস্তানটা দেখে আসতে চাই। চাই আমার ছেলে, মেয়েও চিনুক তাদের শিকড়টাকে। এটা অন্তত ঘটুক!’’

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৭ ১৯:২০
Share:

ঋষি কপূর।- ছবি টুইটার থেকে।

মৃত্যুর আগে এক বার পাকিস্তানে যেতে চান ঋষি কপূর। নিয়ে যেতে চান ছেলে ও মেয়ে রণবীর আর রিদ্ধিমাকেও। তাঁদের শিকড় চেনাতে চান।

Advertisement

রবিবার এক টুইটে তাঁর এই ইচ্ছার কথা জানিয়েছেন ঋষি। লিখেছেন, ‘‘আমার বয়স এখন ৬৫। মরার আগে পাকিস্তানটা দেখে আসতে চাই। চাই আমার ছেলে, মেয়েও চিনুক তাদের শিকড়টাকে। এটা অন্তত ঘটুক!’’

Advertisement

কপূর পরিবারের আদি বাড়ি পাকিস্তানের পেশওয়ারে। ১৯১৮ থেকে ’২২ সালের মধ্যে সেই বাড়িটা বানিয়েছিলেন ঋষির প্রপিতামহ, প্রয়াত পৃথ্বীরাজ কপূরের বাবা দেওয়ান বশেশ্বরনাথ কপূর। ’৪৭ সালে দেশভাগের পর পেশওয়ার ছেড়ে মুম্বইয়ে চলে এসেছিলেন কপূর পরিবার।

শনিবার জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা বলেছিলেন, পাক-অধিকৃত কাশ্মীর পাকিস্তানেরই থাকবে। আর জম্মু-কাশ্মীর থাকবে ভারতের হাতেই। এই পরিস্থিতি কোনও দিনই বদলাবে না। তাই ও সব ‘আজাদি’র স্লোগান দিয়ে কোনও লাভ নেই। বরং জম্মু-কাশ্মীরকে আরও স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হোক।

আরও পড়ুন- সোমবার ফেস্টিভ্যালে কোন কোন ছবি মিস করবেন না​

আরও পড়ুন- ‘সীতা’কে নিশ্চয়ই মনে আছে, এখন কেমন দেখতে জানেন?​

ফারুকের কথাটা খুবই মনে ধরেছে ঋষির। এ দিনের টুইটে তাই ঋষি লিখেছেন, ‘‘ফারুক আবদুল্লাজী, সালাম! আমি আপনার সঙ্গে পুরোপুরি একমত। জম্মু-কাশ্মীর যেমন আমাদের, পাক-অধিকৃত কাশ্মীরটা তেমনই পাকিস্তানের। একমাত্র এই ভাবেই আমরা সমস্যাটা মেটাতে পারি। এটা মেনে নিতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন