নতুন প্রজন্ম কই, খাপ্পা ঋষির টুইট

সাতের দশকের জনপ্রিয় সুপারস্টার বিনোদ খন্নার শেষকৃত্যে এই প্রজন্মের অভিনেতাদের অনুপস্থিতি নিয়ে টুইটারে ক্ষোভ উগরে দিলেন বিনোদের সহকর্মী ও বন্ধু ঋষি কপূর।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৭ ০৩:১১
Share:

সাতের দশকের জনপ্রিয় সুপারস্টার বিনোদ খন্নার শেষকৃত্যে এই প্রজন্মের অভিনেতাদের অনুপস্থিতি নিয়ে টুইটারে ক্ষোভ উগরে দিলেন বিনোদের সহকর্মী ও বন্ধু ঋষি কপূর। পর পর কয়েকটি টুইটে তিনি প্রশ্ন তোলেন এই প্রজন্মের অভিনেতাদের শিষ্টাচার নিয়ে। গত কাল মুম্বইয়ে মৃত্যু হয়েছে বিনোদের। তাঁর শেষযাত্রায় হাজির ছিলেন অমিতাভ বচ্চন, ঋষি কপূর, সুভাষ ঘাই, জ্যাকি শ্রফ প্রমুখ।

Advertisement

তার পরে একটি টুইটে ঋষি লিখেছেন, ‘‘লজ্জাজনক। এই প্রজন্মের কোনও অভিনেতা বিনোদ খন্নার শেষকৃত্যে আসেননি। যদিও তাঁরা বিনোদের সঙ্গে কাজ করেছেন।’’ ঋষি কারও নাম না নেওয়ায় প্রশ্ন ওঠে তাঁর ছেলে রণবীরের অনুপস্থিতি নিয়েও। জবাবি টুইটে তিনি জানান, তাঁর স্ত্রী ও রণবীর দেশের বাইরে থাকায় আসতে পারেননি। এখানে থাকলে না আসার কোনও কারণ ছিল না। বিনোদের শেষ দু’টি ছবি ছিল দুই খানের সঙ্গে। ‘দবঙ্গ’-এ সলমন আর ‘দিলওয়ালে’তে শাহরুখ। গত কাল তাঁরাও উপস্থিত থাকতে পারেননি। সূত্রের খবর, এ মুহূর্তে তাঁরাও দেশের বাইরে রয়েছেন। এ প্রজন্মের অভিনেতাদের মধ্যে রণদীপ হুডা, অর্জুন রামপাল, দিয়া মির্জা কিন্তু গত কালের অনুষ্ঠানে যোগ দেন। দিয়া-অর্জুন বিনোদ খন্নার সঙ্গে ছবিও করেছেন। তা হলে কাদের উদ্দেশে কথাগুলো বললেন ঋষি?

বুধবার প্রিয়ঙ্কা চোপড়া তাঁর প্রযোজিত ছবি জাতীয় পুরস্কার পাওয়ার সুবাদে পার্টি দিয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনে ঋষির তোপ, ‘‘আগের রাতেই প্রিয়ঙ্কার পার্টিতে এত জন ‘চামচা’র সঙ্গে দেখা হল। কিন্তু বিনোদের বেলায় হাতে গোনা কয়েক জন। ব্যাপারটা খুব পরিষ্কার। প্রচণ্ড রাগ হয়েছে।’’

Advertisement

ঋষির টুইটের পাল্টা জবাবও দিয়েছেন কেউ কেউ। যেমন পরিচালক মহেশ ভট্ট। তাঁর পরিচালিত ‘জুর্ম’ ছবিতে অভিনয় করেছিলেন বিনোদ। মহেশের আক্ষেপ, তিনিই জানতেন না ওই অনুষ্ঠানে বাইরের লোকের আসার অনুমতি ছিল। না হলে তাঁর যাওয়ার খুব ইচ্ছে ছিল বলে জানান তিনি। আর এক সহকর্মী শাবানা আজমির খেদোক্তি, ‘‘অসুখ জেনেও ওঁকে দেখতে গেলাম না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন