Rishi Kapoor

তামিলনাডুর দুর্যোগ নিয়ে রসিকতা করে ফের বিতর্কে ঋষি কপূর

ইদানীং নানা বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনামে থাকছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে তাঁর নানা মন্তব্য। অনেকেই তাই বলছেন, বি-টাউনে এখন বিতর্কের আর এক নাম নখন ঋষি কপূর! সম্প্রতি আবার তাঁর বিতর্কিত মন্তব্যে তোলপাড় কাণ্ড শুরু হয়েছে দেশের বিভিন্ন মহলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৬ ২২:০০
Share:

ইদানীং নানা বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনামে থাকছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে তাঁর নানা মন্তব্য। অনেকেই তাই বলছেন, বি-টাউনে এখন বিতর্কের আর এক নাম নখন ঋষি কপূর!

Advertisement

সম্প্রতি আবার তাঁর বিতর্কিত মন্তব্যে তোলপাড় কাণ্ড শুরু হয়েছে দেশের বিভিন্ন মহলে। সকলেই বলতে শুরু করেছেন, কী করে এমন একটা মন্তব্য করতে পারলেন ঋষি কপূর! ঋষি নিজের টুইটার হ্যান্ডলে লিখেছেন, “চেন্নাইয়ে যে ঝোড়ো বাতাস বইছে, তা আসলে রজনী তাঁর জন্মদিনে মোমবাতি নেভানোর জন্য ফুঁ দিয়েছেন।” ঘূর্ণিঝড় ভরদার দাপটে যখন তামিলনাডুর জনজীবন বিপর্যস্ত, বহু মানুষ প্রাণ হারিয়েছেন, ঘরছাড়া হয়েছেন অসংখ্য মানুষ, তখন ঋষি কপূরের এ হেন অসংবেদনশীল মন্তব্য নিছক ঠাট্টা হিসেবে মেনে নিতে পারেননি কেউই। অনেকেই ক্ষুব্ধ হয়ে তাঁকে বয়কটের ডাক দিয়েছেন।
ইদানীং নিজের টুইটার হ্যান্ডলে নানা বিষয়ে ‘খোঁচা’ বা ‘ঠাট্টা’ করেই থাকেন এবং সমালোচিতও হন। সুপারস্টার রজনীকান্তকে নিয়েও গোটা দেশে জোক্‌সও কম হয় না। কিন্তু সারা দেশ যখন বিপর্যস্ত তামিলনাডুর পাশে দাঁড়িয়েছে, সবাই যখন সেখানকার দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন নানা ভাবে, তখন ঋষির এই মন্তব্য অনেকের আবেগকে আঘাত করেছে।

এ বার অবশ্য নিজের ভুলটা বুঝতে বেশি দেরি করেননি সিনিয়র কপূর। ফের একটি টুইট করে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। লিখেছেন, “উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কাউকে আঘাত করতে চাইনি। তামিলনাডুর ভাই-বোনদের জন্য আমার সমোবেদনা রইল। ঈশ্বর তাঁদের মঙ্গল করুন।”

Advertisement


ঋষি কপূরের অন্যান্য বিতর্কিত টুইট...
‘জারা’র ছেঁড়া জামা-প্যান্টের ছবি পোস্ট করলেন ঋষি কপূর!

কিমের পোশাক নিয়ে ব্যক্তিগত আক্রমণ করলেন ঋষি!

হিলারি ক্লিনটনকে নিয়ে ‘অশালীন’ টুইট, বিতর্কে ঋষি কপূর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন