বেহাল পূর্ত সড়ক সারাতে অনশন

আছিমগঞ্জ-আনিপুর পূর্ত সড়ক সংস্কার না হওয়ায় আমরণ অনশন শুরু করলেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং আমসুর সদস্যরা। রাতবাড়ি রেল স্টেশনের পাশে অনশন শুরু করেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

করিমগঞ্জ ও শিলচর শেষ আপডেট: ১০ মার্চ ২০১৬ ০২:৩০
Share:

আছিমগঞ্জ-আনিপুর পূর্ত সড়ক সংস্কার না হওয়ায় আমরণ অনশন শুরু করলেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং আমসুর সদস্যরা। রাতবাড়ি রেল স্টেশনের পাশে অনশন শুরু করেন তাঁরা। দু’টি সংগঠনের তরফে জিয়াউল আবেদিন খান, হুসেন আহমেদ, নুরুল হক, তসর আলি জানান— আছিমগঞ্জ পূর্ত সড়ক আনিপুর, দুর্ল্লভছড়া, রামকৃষ্ণনগরের ‘জীবন-রেখা’ হিসেবে পরিচিত। কিন্তু সেই পথটি অত্যন্ত জরাজীর্ণ। গাড়ি চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। সংগঠনগুলির তরফ থেকে কিছু দিন আগে অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ করা হয়েছিল। প্রশাসনিক কর্মকর্তারা মেরামতের আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহার করিয়েছিলেন। কিন্তু গর্তগুলি সারাই করা হয়নি। ফলে আমরণ অনশন ছাড়া অন্য কোনও পথে প্রতিবাদ করার উপায় নেই বলে উল্লেখ করেন আন্দোলনকারীরা।

Advertisement

তাঁরা বলেন, ‘‘ভোট এলেই রাজনৈতিক নেতারা জনদরদী হয়ে ওঠেন। কিন্তু ভোট বৈতরণী পার হওয়ার পর জনগণের কথা বেমালুম ভুলে যান।’’ তাঁরা জানান, বর্ষা শুরু হলে আছিমগঞ্জ-আনিপুর সড়ক দিয়ে গাড়ি চলাচল করতে পারবে না। আন্দোলনকারীরা কংগ্রেসের প্রাক্তন বিধায়ক কৃপানাথ মালার সমালোচনা করেন। কিন্তু জনগণের স্বার্থে কোনও কাজ না করে এ বার তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। তাই এ ধরনের রাজনৈতিক নেতা ভবিষ্যতেও জনগণের কোনও কাজ করবেন না বলে উল্লেখ করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন