National News

জয়পুর দুর্গে ঝুলন্ত দেহ যুবকের, ইঙ্গিত পদ্মাবতীর দিকে

পুলিশ জানাচ্ছে, জয়পুরের বাসিন্দা বছর তেইশের ওই যুবকের নাম চেতন কুমার। শুক্রবার সকালে নাহারগড় দুর্গে ওই দেহের হদিশ মেলার পরপরই সেখানে পৌঁছে যায় জয়পুর পুলিশের একটি ফরেন্সিক টিম। প্রাথমিক তদন্তে এখনও জানা যায়নি, এটা খুন নাকি আত্মহত্যার ঘটনা।

Advertisement

সংবাদ সংস্থা

জয়পুর শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৭ ১৪:৪৮
Share:

দুর্গের পাথুরে দেওয়ালে কয়লা দিয়ে হিন্দিতে সেই লেখা। থবি- টাইটারের সৌজন্যে।

সঞ্জয় লীলা ভংসালীর ছবি ‘পদ্মাবতী’কে কেন্দ্র করে দেশজুড়ে তুমুল বিতর্কের মধ্যে এ বার জয়পুরের নাহারগড় দুর্গের দেওয়াল থেকে এক যুবকের ঝুলন্ত দেহের হদিশ মিলল। দেহের পাশেই পাথরের গায়ে কয়লা দিয়ে হিন্দিতে লেখা, ‘পদ্মাবতীর প্রতিবাদে’। পাশের পাথুরে দেওয়ালেও হিন্দিতে খোদাই করা আছে, ‘পদ্মাবতী, আমরা শুধুই কুশপুতুল ঝোলাই না’।

Advertisement

পুলিশ জানাচ্ছে, জয়পুরের বাসিন্দা বছর তেইশের ওই যুবকের নাম চেতন কুমার। শুক্রবার সকালে নাহারগড় দুর্গে ওই দেহের হদিশ মেলার পরপরই সেখানে পৌঁছে যায় জয়পুর পুলিশের একটি ফরেন্সিক টিম। প্রাথমিক তদন্তে এখনও জানা যায়নি, এটা খুন নাকি আত্মহত্যার ঘটনা।

আরও পড়ুন- ব্রিটেনে ছাড়পত্র কেন পদ্মাবতীর? করণী সেনার প্রবল চাপেও চুপ মোদী!​

Advertisement

আরও পড়ুন- এ বার গুজরাত, পদ্মাবতী নিষিদ্ধ হল মোদীর রাজ্যেও​

জয়পুর (উত্তর)-এর ডেপুটি পুলিশ কমিশনার সত্যেন্দ্র সিংহ বলেছেন, ‘‘তদন্ত সবে শুরু হয়েছে। তাই এখনই বলা যাচ্ছে না চেতন কুমার আত্মঘাতী হয়েছেন নাকি তাঁকে খুন করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তের পর মনে হচ্ছে, ঘটনার সময় চেতন একা ছিলেন না। দুর্গের দেওয়ালে দড়ি বেঁধে চেতনকে অনেকে মিলেই ঝুলিয়ে দিয়েছিল বলে অনুমান।’’

তবে যারা গোড়া থেকেই ‘পদ্মাবতী’র তীব্র বিরোধিতা করে চলেছে, সেই শ্রী রাজপুত করণী সেনার প্রধান লোকেন্দ্র সিংহ কলভি ওই ঘটনার নিন্দা করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন