হাফ ছেড়ে ফুলপ্যান্টের পথে আরএসএস?

পরিবর্তনের হাওয়া আরএসএস-তেও! তবে নীতি নয়, এ বার পরিবর্তন পোশাকে। শুক্রবার রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের তরফে জানানো হয়েছে, তাদের ট্রেডমার্ক ইউনিফর্ম খাকি হাফপ্যান্টের বদলে ফুলপ্যান্টকে নিয়ে আসার ভাবনা চিন্তা চলছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৬ ২৩:৩০
Share:

পরিবর্তনের হাওয়া আরএসএস-তেও! তবে নীতি নয়, এ বার পরিবর্তন পোশাকে। শুক্রবার রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের তরফে জানানো হয়েছে, তাদের ট্রেডমার্ক ইউনিফর্ম খাকি হাফপ্যান্টের বদলে ফুলপ্যান্টকে নিয়ে আসার ভাবনা চিন্তা চলছে।

Advertisement

আরএসএস-এর দিল্লি শাখার যুগ্ম প্রধান অলোক কুমার জানিয়েছেন, রাঁচিতে তাঁদের জাতীয় পরিষদীয় বৈঠকে এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। যদিও এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিছু ঠিক হয়নি, কিন্তু বিবিধ কারণে বিষয়টিকে গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা হচ্ছে। তাঁর মতে, মার্চের প্রতিনিধি সভাতেই (সংগঠনের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি) এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে এই নিয়ে দলের মধ্যে কোনও বিতর্কের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। বলেছেন ‘‘পোশাক পরিবর্তনের ব্যাপারে দলে আলাদা করে কোনও বিতর্ক নেই, বেশ কিছু প্রস্তাব আছে মাত্র।’’

Advertisement

চলতি যে পোশাকে সবাই সচ্ছন্দ সেই ধরনের ইউনিফর্মেরই ভাবনা চিন্তা চলছে বলে জানিয়েছেন তিনি।

তবে এই প্রথম নয়, এর আগেও ধাপে ধাপে পোশাক বদলের ইতিহাস আছে আরএসএস-এ।

আরও পড়ুন- খোলা জায়গায় শৌচকর্ম করলেই ৫০০ টাকা জরিমানা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement