বেদের দোহাই দিয়ে দাদরি হত্যায় সমর্থন আরএসএস মুখপত্রে

আর কোনও রাখঢাক রইল না। দাদরির ঘটনাকে সরাসরি সমর্থন করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। সংগঠনের সর্বভারতীয় মুখপত্রে আরএসএসের দাবি, গো-হত্যাকারীদের মেরে ফেলারই নির্দেশ রয়েছে বেদে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৫ ১২:৫২
Share:

আর কোনও রাখঢাক রইল না। দাদরির ঘটনাকে সরাসরি সমর্থন করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। সংগঠনের সর্বভারতীয় মুখপত্রে আরএসএসের দাবি, গো-হত্যাকারীদের মেরে ফেলারই নির্দেশ রয়েছে বেদে।

Advertisement

আরএসএস মুখপত্রে প্রকাশিত একটি প্রতিবেদনে গো-হত্যাকারীদের ‘পাপী’ বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটিতে লেখা হয়েছে, ‘‘বেদের আদেশ, যারা গো-হত্যা করবে, তাদের প্রাণ নিয়ে নাও।’’ প্রতিবেদক বিনয়কৃষ্ণ চতুর্বেদী ‘তুফাইল’ ছদ্মনামে প্রতিবেদনটি লিখেছেন। প্রতিবেদনে তাঁর বক্তব্য, গো-হত্যা হিন্দুদের সম্মানে আঘাত দেয়।

আরএসএস মুখপত্রে আরও লেখা হয়েছে যে, মাদ্রাসাগুলি এবং মুসলিম ধর্মীয় নেতারা ভারতীয় মুসলমিদের শেখান ভারতীয় পরম্পরাকে ঘৃণা করতে। সেই শিক্ষার কু-প্রভাবেই সম্ভবত আকলাখ গো-হত্যা করেন, মন্তব্য প্রতিবেদকের। দেশে সামাজিক সম্প্রীতির স্বার্থে পরস্পরের বিশ্বাসকে সম্মান করতে হবে, বলছে সঙ্ঘ।

Advertisement

সবিস্তার পড়তে ক্লিক করুন।

গো-মন্তব্যে বিরক্ত মোদী, সামলাতে বললেন অমিতকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন