লোয়া মামলায় আরএসএসকে জড়াল কংগ্রেস

কংগ্রেস নেতা কপিল সিব্বলের দাবি, বিজেপি এবং আরএসএস সদস্য সুরজ লোলগে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে ২০১৭-র নভেম্বরে প্রথম জনস্বার্থ মামলা করে লোয়ার মৃত্যুতে তদন্তের দাবি জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৮ ০৩:০২
Share:

বিজেপি এত দিন অভিযোগ তুলছিল, দলের সভাপতি অমিত শাহকে কালিমালিপ্ত করতে বিচারক বি এইচ লোয়ার মৃত্যু রহস্যের তদন্তের দাবি তুলেছিল কংগ্রেস। আজ কংগ্রেসের অভিযোগ, বিচারক লোয়ার মৃত্যু রহস্যের তদন্তে প্রথম জনস্বার্থ মামলার পিছনে ছিলেন আরএসএস নেতা সুরেশ ভাইয়াজি জোশী।

Advertisement

কংগ্রেস নেতা কপিল সিব্বলের দাবি, বিজেপি এবং আরএসএস সদস্য সুরজ লোলগে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে ২০১৭-র নভেম্বরে প্রথম জনস্বার্থ মামলা করে লোয়ার মৃত্যুতে তদন্তের দাবি জানান। সুরজ লোয়ার মৃত্যু সংক্রান্ত বেশ কিছু নথি নিয়ে সে সময় সিব্বল, সলমন খুরশিদের কাছে দরবার করেন। তাঁকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠকও করেন সিব্বলেরা। সুপ্রিম কোর্ট সম্প্রতি লোয়ার মৃত্যুতে তদন্তের দাবি খারিজ করে দিয়েছে। কংগ্রেসের প্রশ্ন, পুলিশি তদন্ত রুখতে, বিজেপি-আরএসএস নিজেরাই কি জনস্বার্থ মামলা করে আদালতকে দিয়ে তা খারিজ করিয়ে নিয়েছে!

সিব্বল আজ বলেন, ‘‘এখন জানতে পারছি, লোলগে মহারাষ্ট্রে বিজেপি ও আরএসএস কর্মী। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের পরিচিতও।’’ তাঁর সঙ্গে ফোনের রেকর্ড প্রকাশ করে সিব্বলের দাবি, সুরজ স্বীকার করছেন, ভাইয়াজি জোশীর নির্দেশেই তিনি কাজ করছেন। সিব্বলের কটাক্ষ, ‘‘ভাইয়াজি জোশী এবং আরএসএস চাইছিল, সুপ্রিম কোর্টে এ বিষয়ে দ্রুত শুনানি হোক। সুপ্রিম কোর্ট লোয়ার রায়ে ঠিকই বলেছে যে এখন রাজনৈতিক স্বার্থে জনস্বার্থ মামলা করা হচ্ছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন