সমকামিতা মানসিক রোগ!১৮০ ডিগ্রি ঘুরে মন্তব্য আরএসএস নেতার

৪৮ ঘণ্টা কাটতে না কাটতে নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন আরএসএস নেতা দত্তাত্রেয় হোসাবালে। বুধবারই, একটি অনুষ্ঠানে সবাইকে চমকে দিয়ে সমকামীদের আইনি অধিকারের পক্ষে সওয়াল করেছিলেন তিনি। আর আজ তিনি দাবি করলেন, সমকামিতা মানসিক ব্যধি ছাড়া আর কিছুই নয়! শুধু তাই নয়, সমকামিতাকে ‘সামাজিক দুষ্কর্ম’ বলতেও পিছপা হলেন না তিনি। নিদান দিলেন, কড়া হাতে দমন করা হোক সমকামী বিয়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৬ ১৮:১০
Share:

২৪ ঘণ্টা কাটতে না কাটতে নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন আরএসএস নেতা দত্তাত্রেয় হোসাবালে। বুধবারই, একটি অনুষ্ঠানে সবাইকে চমকে দিয়ে সমকামীদের আইনি অধিকারের পক্ষে সওয়াল করেছিলেন তিনি। আর বৃহস্পতিবার টুইট করে তিনি দাবি করলেন, সমকামিতা মানসিক ব্যধি ছাড়া আর কিছুই নয়! শুধু তাই নয়, সমকামিতাকে ‘সামাজিক দুষ্কর্ম’ বলতেও পিছপা হলেন না তিনি। নিদান দিলেন, কড়া হাতে দমন করা হোক সমকামী বিয়ে।

Advertisement

বহু বছরের ড্রেস কোড ছেড়ে পোশাক পরিবর্তনের ঘোষণাটা ক’দিন আগেই করেছিল আরএসএস। বুধবার, দত্তাত্রেয়র মন্তব্য শুনে সবাই ভাবতে শুরু করেন এ বার বোধহয় নীতিতেও পরিবর্তন আনার পথে হাঁটছে তারা। অন্তত সঙ্ঘের যুগ্ম সম্পাদক দত্তাত্রেয় হোসাবালের কথায় তারই ইঙ্গিত মিলেছিল।

তিনি বলেছিলেন, ‘‘যতক্ষণ না অন্য কারও জীবনে কোনও সমস্যা তৈরি করছে তত ক্ষণ সমকামীতাকে অপরাধ বলে গণ্য করার কোনও মানেই হয় না।’’ এর সঙ্গেই তিনি জুড়লেন, ‘‘যৌন পছন্দ একেবারেই ব্যক্তিগত বিষয়। প্রত্যেকেরই অধিকার আছে এ বিষয়ে নিজের পছন্দ বেছে নেওয়ার। আরএসএস কারও ব্যক্তিগত বিষয়ে মোটেই নাক গলায় না। আমরা এই নিয়ে কোনও আলোচনাই করি না, করতে পছন্দও করি না।’’

Advertisement

একদিনের মধ্যেই, আচমকা অবস্থান বদলে ফের নয়া বিতর্কের জন্ম দিলেন এই আরএসএস নেতা।

ভারতের আইন এখনও সমকামিতা ‘অস্বাভাবিক’ আচরণ হিসেবে গণ্য করে। আইপিসি-র ৩৭৭ ধারা অনুযায়ী সমকামী যৌনতা এখনও এ দেশে অপরাধ। ধরা পড়লে সর্বাধিক ১০ বছর পর্যন্ত জেলও হতে পারে।

সারা পৃথিবীর বিভিন্ন দেশের মত এ দেশেও সমকামিতাকে অপরাধ মুক্ত করার দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চলছে। ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে সম্মতিক্রমে সমকামী সম্পর্ককে মান্যতা দেয়।

এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে বহু আবেদন জমা পড়ে। প্রাথমিক ভাবে দিল্লি হাইকোর্টের রায়ের বিরোধিতা করলেও শীর্ষ আদালত ২০১২ সালে জানায় ব্যক্তিগত স্তরে পরিণত বয়স্কদের যৌন জীবনকে অপরাধের আওতাভুক্ত করার আইন ব্রিটিশ আমলের। দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আর কোনও আবেদন গ্রহণের সিদ্ধান্তও নেওয়া হয়। কিন্তু থেকে যায় আইনটা। আইন বদলের সিদ্ধান্তটা পার্লামেন্টের উপরই ছেড়ে দেয় অ্যাপেক্স কোর্ট।

গত সপ্তাহেই কংগ্রেস সাংসদ শশী থারুর সমকামিতাকে অপরাধের আওতামুক্ত করতে একটি প্রাইভেট মেম্বার বিল আনার চেষ্টা করেও ব্যর্থ হন।

এর আগে সমকামী যৌনতার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে সওয়াল করে ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

আগে কী বলেছিলেন দত্তাত্রেয়? পড়ুন নীচের লিঙ্কে

সমকামিতা অপরাধ নয়, মন্তব্য শীর্ষ আরএসএস নেতার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন