RSS

RSS: চিনা লগ্নি থেকে দূরে থাকার ডাক

চিনের লগ্নির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় প্রশ্ন, সরকার কি চিনের লগ্নির বিরুদ্ধে অঘোষিত নীতি আরএসএসের মাধ্যমে ঘোষণা করতে চাইছে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২২ ০৭:১৮
Share:

প্রতীকী ছবি।

আরএসএসের সংগঠন স্বদেশি জাগরণ মঞ্চ এ বার দেশের শিল্পমহলকে চিনা লগ্নি থেকে দূরে থাকার ডাক দিল। মঞ্চের যুগ্ম-আহ্বায়ক অশ্বিনী মহাজনের বক্তব্য, দেওয়াল লিখন স্পষ্ট। চিনের লগ্নি দেশের জন্য ক্ষতিকর। বাজেট তথা মোদী সরকারের আর্থিক নীতিতে গত কয়েক বছর ধরেই স্বদেশি জাগরণ মঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

Advertisement

মোদী সরকার সরাসরি চিনা লগ্নির বিরুদ্ধে অবস্থান নেয়নি। তবে বেশ কিছু ক্ষেত্রেই চিনের লগ্নিতে দেওয়াল তোলার চেষ্টা হয়েছে। কিন্তু সেই চেষ্টা পুরো সফল হয়নি। চিনের উপরে বাণিজ্যিক নির্ভরতা কমানোও সম্ভব হয়নি। মহাজন এ বার সরাসরি চিনের লগ্নির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় প্রশ্ন, সরকার কি চিনের লগ্নির বিরুদ্ধে অঘোষিত নীতি আরএসএসের মাধ্যমে ঘোষণা করতে চাইছে?

কোনও সংস্থায় চিনের লগ্নি থাকলে কী ভাবে সমস্যায় পড়তে হতে পারে, তা বোঝাতে স্বদেশি জাগরণ মঞ্চের নেতা মহাজন আজ পেটিএম সংস্থার উদাহরণ তুলে ধরেছেন। পেটিএম-এর পরিচালন সংস্থা বিমা সংস্থা রাহেজা কিউবিই-র মালিকানা কিনতে চাইছিল। কিন্তু ওই সংস্থায় চিনের লগ্নি রয়েছে বলে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা আপত্তি তুলেছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সে দিকে ইঙ্গিত করেই মহাজন বলেন, ‘‘যদি পেটিএম-কে বিমা ক্ষেত্রে ঢোকার লাইসেন্স না দেওয়া হয়, তা হলে চিনা লগ্নি থাকা অন্য সংস্থাগুলির কী ভবি‌ষ্যৎ, তা দেখতে পাওয়া যাচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement