National News

‘মন্দিরে ঢুকবই’, শবরীমালায় যাচ্ছেন ৩০ জনেরও বেশি মহিলা

মহিলা ও শিশু কল্যাণে কাজ করে এমন একটি সংগঠন ‘মনিথা’ আয়োজন করছে ওই শবীরমালা মন্দির অভিযানের।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ১৭:১৩
Share:

শবরীমালা মন্দির। -ফাইল ছবি।

পরিণতি কী হবে, তার পরোয়া না করে শবরীমালার আয়াপ্পা মন্দিরে ঢোকার জন্য আগামী সপ্তাহে চেন্নাই থেকে রওনা হচ্ছেন ৩০ জনেরও বেশি মহিলা। আগামী রবিবার (২৩ ডিসেম্বর) শবরীমালা মন্দিরে ঢোকার পরিকল্পনা রয়েছে তাঁদের। ওই মহিলাদের প্রত্যেকেরই বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।

Advertisement

মহিলা ও শিশু কল্যাণে কাজ করে এমন একটি সংগঠন ‘মনিথা’ আয়োজন করছে ওই শবীরমালা মন্দির অভিযানের। সংগঠনের তরফে বসুমতী বসন্ত শনিবার বলেছেন, ‘‘আমরা ভগবান আয়াপ্পার একনিষ্ঠ ভক্ত। সুপ্রিম কোর্ট যে সব বয়সী মহিলাদের ওই মন্দিরে ঢোকার অনুমতি দিয়েছে, তাতে আমরা খুব খুশি। তবে তার পরেও অপবিত্র হয়ে যাওয়ার যুক্তিতে আয়াপ্পা মন্দিরে সব বয়সী মহিলাদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। এটা আমাদের কাছে খুবই দুঃখজনক।’’

কিন্তু বাধা পেলে তাঁরা কী করবেন? তাঁরা কি ফিরে আসবেন? নাকি মন্দিরের মূল ফটকের দিকেই এগিয়ে যাবেন?

Advertisement

বসুমতী জানিয়েছেন, তাঁদের যতই বাধা দেওয়া হোক, তাঁরা থেমে যাবেন না। মন্দিরে ঢোকার জন্য যত দূর যেতে হয়, যাবেন। তাঁর কথায়, ‘‘অনেক কিছুই ঘটতে পারে। কিন্তু সেই পরিণতির কথা ভেবে পিছিয়ে যাব না আমরা। ওঁরা (যাঁরা বাধা দিচ্ছেন) আমাদের যতই দূরে ঠেলে সরিয়ে দিতে চান না কেন, আমরা পাল্টা লড়ব। যা-ই হোক না কেন, আমরা মন্দিরে ঢুকবই।’’

আরও পড়ুন- মাতৃত্বের ছুটি থেকে জওয়ানদের উঁকিঝুঁকি! যুদ্ধে পাঠানো সম্ভব নয় মেয়েদের, বলছেন সেনাপ্রধান

আরও পড়ুন- শবরীমালা কাণ্ডের প্রতিবাদে বিজেপির টুইট হাসির খোরাক হল নেট দুনিয়ায়​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন