হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তেজবাহাদুর

সদ্যই চাকরি থেকে বরখাস্ত হওয়ার খবরটা এসেছে। কিন্তু তাতে অবশ্য দমছেন না বিএসএফের ‘বিদ্রোহী’ জওয়ান তেজবাহাদুর যাদব!

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৭ ০৩:২১
Share:

তেজবাহাদুর যাদব

সদ্যই চাকরি থেকে বরখাস্ত হওয়ার খবরটা এসেছে। কিন্তু তাতে অবশ্য দমছেন না বিএসএফের ‘বিদ্রোহী’ জওয়ান তেজবাহাদুর যাদব!

Advertisement

‘সাহসিকতা’র সাজা শুনে হাইকোর্টে আবেদন জানানোর জন্য আজ দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন তিনি। তেজবাহাদুর ও তাঁর পরিবারের অভিযোগ, বিএসএফের কোর্ট অব এনকোয়ারিতে স্বচ্ছ বিচার পাননি তেজবাহাদুর। তবে তার আগে সকালে হরিয়ানায় নিজের গ্রাম রেওয়ারিতে পুজো দিতে গিয়েছিলেন ওই জওয়ান। সেখানে উর্দিতেই দেখা গেল তাঁকে। সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘যত তাড়াতাড়ি সম্ভব, হাইকোর্টে যাব। এটা অনেক বড় লড়াই। তবে আমি তৈরি।’’ যে সময়টা এই আইনি লড়াইটা চালাবেন, সেই সময়টুকুতে চাষের কাজ করবেন বলেও জানালেন তিনি। তাঁর হয়ে লড়ার জন্য এগিয়ে এসেছেন প্রশান্ত ভূষণ এবং মণীশ তিওয়ারি।

স্বামীর লড়াই প্রসঙ্গে তেজবাহাদুরের স্ত্রী শর্মিলা দেবীর বক্তব্য, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লড়াইই উদ্বুদ্ধ করেছে তেজবাহাদুরকে। কারণ, মোদীর পাঁচশো-হাজারের নোট বাতিলের সিদ্ধান্তে ভীষণ খুশি হয়েছিলেন তাঁর স্বামী। নিজের ছেলেকে বাহিনীতে পাঠাবেন না বলেও সাফ জানিয়েছেন শর্মিলাদেবী।

Advertisement

জানুয়ারিতে জওয়ানদের দেওয়া খাবারের মান নিয়ে অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। তা ছড়িয়ে পড়তেই শুরু হয়েছিল হইচই। আর তার পরেই তদন্ত শুরু করেছিল বিএসএফ। সেই তদন্তেই মিথ্যা অভিযোগ আনার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল তাঁকে। গত কালই আদালতে যাওয়ার হুমকি দিয়েছিলেন তেজবাহাদুর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন