ধর্ষিতার উপমা টেনে কুরুচিকর মন্তব্য, নিন্দার ঝড়ে ক্ষমা চাইলেন সলমন

উদ্দীপনার চোটে এর আগে কৃষ্ণসার হরিণ ‘শিকার’ করেছেন। জেদ বজায় রেখে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে মুম্বইয়ের ফুটপাথে চাপা দিয়েছিলেন ঘুমন্ত মানুষ। আদালতে মিথ্যে সাক্ষ্য দিয়ে গোটাটার দায়ভার চালকের ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতো অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। সে সব অভিযোগের জাল এখনও পুরোটা কেটে উঠতে পারেননি বলিউডের প্রভাবশালী অভিনেতা সলমন খান। এ বার তিনি শুটিং-এর কসরত এবং শারীরিক পরিশ্রমের সঙ্গে ধর্ষণের তুলনা টেনে ফেললেন। এবং তাঁর সেই মন্তব্য প্রকাশ্যে আসতেই রীতি মতো তোলপাড় পড়ে গেল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুন ২০১৬ ১৮:৩৬
Share:

উদ্দীপনার চোটে এর আগে কৃষ্ণসার হরিণ ‘শিকার’ করেছেন। জেদ বজায় রেখে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে মুম্বইয়ের ফুটপাথে চাপা দিয়েছিলেন ঘুমন্ত মানুষ। আদালতে মিথ্যে সাক্ষ্য দিয়ে গোটাটার দায়ভার চালকের ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতো অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। সে সব অভিযোগের জাল এখনও পুরোটা কেটে উঠতে পারেননি বলিউডের প্রভাবশালী অভিনেতা সলমন খান। এ বার তিনি শুটিং-এর কসরত এবং শারীরিক পরিশ্রমের সঙ্গে ধর্ষণের তুলনা টেনে ফেললেন। এবং তাঁর সেই মন্তব্য প্রকাশ্যে আসতেই রীতি মতো তোলপাড় পড়ে গেল।

Advertisement

কী বলেছেন সলমন?

এই ঈদেই মুক্তি পাবে তাঁর অভিনীত ‘সুলতান’। ছবিতে সলমন এক কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করেছেন। কেমন ছিল ওই চরিত্রে অভিনয় ফুটিয়ে তোলা? সল্লু মিঞাঁ এক মুহূর্ত দেরি না করে বলে ফেললেন, ‘‘নিজেকে ধর্ষিতা নারীর মতো মনে হত।’’ এখানেই থেমে যাননি তিনি। সংযোজন করে বলেছেন, ‘‘সুলতানের শুটিংয়ে শট দেওয়ার পর আমি যখন বক্সিং রিং থেকে নেমে আসতাম, সোজা হয়ে হাঁটতেও পারতাম না।’’ কুস্তিগীরের চরিত্রে অভিনয় করতে গিয়ে তাঁকে হয়তো অনেকটাই পরিশ্রম করতে হয়েছে। কিন্তু, তাই বলে ধর্ষিতার সঙ্গে নিজেকে তুলনা করে ফেলবেন? প্রশ্ন উঠতেই যদিও সলমন ক্ষমা চেয়েছেন। তার আগে মহিলা কমিশন চিঠি পাঠিয়ে সলমনকে সাত দিন সময় দেয়।

Advertisement

সলমনের দাবি, স্ক্রিনে যুতসই প্যাঁচ দেখাতে গিয়ে কুস্তির ময়দানে বার বার প্রতিপক্ষকে চিত্ করা তো সহজ নয়! তাঁর কথায়, ‘‘প্রতিদিন ১২০ কিলো ওজনের এক জনকে ১০ বার ১০ টি বিভিন্ন জায়গা থেকে তুলতে হত, আবার ফেলতে হত। এটা খুব পরিশ্রমের কাজ ছিল।’’ কিন্তু, এই ব্যাখ্যা দিতে গিয়ে ধর্ষণের প্রসঙ্গ তুলে আনবেন? নারীবাদী সংগঠনগুলির প্রশ্ন, অভিনয় তাঁর পেশা। অন্যান্য পেশার মতো এখানেও পরিশ্রম করতে হয়। কখনও কম, কখনও বেশি। সেটা তিনি কী ভাবে ধর্ষণের সঙ্গে তুলনা করতে পারেন এক জন প্রতিষ্ঠিত অভিনেতা? নিজের পরিশ্রমকে বড় করে দেখাতে গিয়ে ধর্ষিতাদের অপমান, লাঞ্ছনা, যন্ত্রণাকে কেন লঘু করে দিলেন তিনি?

এর আগে টলিউডের অভিনেতা দেব প্রায় একই রকম বিতর্কে জড়িয়েছিলেন। লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে কেমন লাগছে? জবাবে সেই সময়ে তিনি বলেছিলেন, ‘‘নিজেকে রেপড্ মনে হচ্ছে ! আইদার ইউ ক্যান শাউট অর এনজয়!’’ সে নিয়েও কম জলঘোলা হয়নি। তবে, এ দিন সলমনের সমালোচনা করেছেন তাঁর বাবা চিত্রনাট্যকার সেলিম খান। টুইটারে তিনি দাবি করেছেন, যে প্রসঙ্গে ওই উপমা সলমন ব্যবহার করেছে সেটা সম্পূর্ণই ভুল।

আরও পড়ুন, সলমনকে ব্রাত্য করেছেন যে বলি-তারকারা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন