ক্ষমা না চাওয়ায় ক্ষুব্ধ মহিলা কমিশন, তলব করা হল সলমন খানকে

সলমন খানকে এ বার তলব করল জাতীয় মহিলা কমিশন। সলমনের ‘ধর্ষিতা মহিলা’ মন্তব্যের প্রেক্ষিতেই এই পদক্ষেপ করল মহিলা কমিশন। ‘সুলতান’ ছবিতে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে বলতে গিয়ে ধর্ষিতার নারীর সঙ্গে নিজের তুলনা টেনে প্রবল বিতর্কের জন্ম দেন সলমন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুন ২০১৬ ১৯:৩২
Share:

সলমন খানকে এ বার তলব করল জাতীয় মহিলা কমিশন। সলমনের ‘ধর্ষিতা মহিলা’ মন্তব্যের প্রেক্ষিতেই এই পদক্ষেপ করল মহিলা কমিশন।

Advertisement

‘সুলতান’ ছবিতে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে বলতে গিয়ে ধর্ষিতার নারীর সঙ্গে নিজের তুলনা টেনে প্রবল বিতর্কের জন্ম দেন সলমন। তার জেরে জাতীয় মহিলা কমিশন জানায়, সলমন খানকে ক্ষমতা চাইতে হবে। কমিশনের এই নির্দেশ অবশ্য সলমন মানেননি। তাঁর বাবা সেলিম খান তাঁর হয়ে টুইটারে ক্ষমা চেয়ে নিলেও, বলিউড সুপারস্টার সে পথে হাঁটেননি।

আরও পড়ুন: সলমনের ‘ধর্ষিত মহিলা’ বিতর্কে মুখ খুললেন প্রিয়ঙ্কা

Advertisement

চলতি সপ্তাহের শুরুতেই সলমনের আইনজীবী মহিলা কমিশনে চিঠি পাঠিয়ে তাঁর মক্কেলের প্রতিক্রিয়া জানিয়েছেন। কমিশন কিন্তু সলমনের এই আচরণে মোটেই সন্তুষ্ট নয়। জাতীয় মহিলা কমিশনের প্রধান ললিতা কুমারমঙ্গলম জানিয়েছেন, ‘‘চিঠিতে ক্ষমা চাননি সলমন।’’ তার প্রেক্ষিতেই ৮ জুলাই সলমনকে সশরীরে জাতীয় মহিলা কমিশনে হাজির হতে বলা হয়েছে। বিতর্কিত মন্তব্যের বাখ্যা চাওয়া হবে তাঁর কাছ থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন