সলমনকে নিয়ে মুখ খোলায় ভক্তদের তুলোধোনা গায়িকা সোনা মহাপাত্রকে

সলমনের বিরুদ্ধে মন্তব্য করে সল্লু-ভক্তদের রোষের মুখে পড়লেন গায়িকা সোনা মহাপাত্র। সোশ্যাল মিডিয়ার তাঁকে তুলোধনা করে ছাড়লেন ভক্তকূল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৬ ০১:০৫
Share:

সলমনের বিরুদ্ধে মন্তব্য করে সল্লু-ভক্তদের রোষের মুখে পড়লেন গায়িকা সোনা মহাপাত্র। সোশ্যাল মিডিয়ার তাঁকে তুলোধনা করে ছাড়লেন ভক্তকূল।

Advertisement

‘নিজেকে ধর্ষিতার মতো মনে হচ্ছে’ সলমনের এই মন্তব্যকে ঘিরেই এখন দেশজুড়ে হইচই শুরু হয়েছে। এই মন্তব্যের বিরুদ্ধে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট করেছিলেন গায়িকা সোনা। তাঁর স্পষ্ট বক্তব্য ছিল, ‘‘ফুটপাথবাসীদের উপর গাড়ি চালিয়ে দেওয়া, কৃষ্ণসার হরিণ হত্যার মতো অপরাধে নাম জড়িয়েছে, তাও তিনি ‘হিরো অফ দ্য নেশন’, এটা অন্যায়। ভারত এই ধরণের সমর্থকে ভরে গিয়েছে।’’ তিনি আরও লেখেন, ‘‘আপনি লক্ষ লক্ষ ভক্তের আদর্শ, আপনি ভুল করবেন আর বাবা বার বার দুঃখ প্রকাশ করবেন, এটা খুব একটা ভাল নয়। আপনার ভক্তদের এ বার একটু অন্য কিছু শেখান।’’

টুইটারে গায়িকা সোনার এই পোস্ট করার পর হয়তো ঘ়ড়ির কাঁটা একটা দাগও পেরোয়নি। তার মধ্যেই একের পর এক প্রত্যুত্তর আসতে থাকে সোনার মন্তব্যকে ঘিরে। সলমনের বিরুদ্ধে এমন মন্তব্য যে তাঁর ভক্তকূল মোটেই ভাল ভাবে নেননি তা বেশ বুঝিয়ে দেওয়া হয়। কেউ যেমন পাল্টা টুইট করে জানান, ‘‘নিজের কোনও যোগত্যাই নেই। কোনও কিছু না জেনে-বুঝেই শুধুমাত্র পাবলিসিটির জন্য পোস্ট করলেই হল না!’’ কেউ আবার লিখেছেন, ‘‘ঠিক ভুল বিচার করার আপনি কেউ নন। ওটা বিচারকের উপরেই ছেড়ে দিন।’’ ভক্তকূলের এই আক্রমণের জবাবও দিয়েছেন সোনা। লিখেছেন, ‘‘প্রিয় ভাইয়ের চামচারা, খুব অশ্লীল ভাবে, সস্তা মন্তব্য করে আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করছেন আপনারা।’’

Advertisement

আরও পড়ুন: সলমনকে লেখা এক গণধর্ষিতার চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement