মাওবাদী হানা, খুন ছুটিতে আসা জওয়ান

মেয়ের জন্মদিনে ছুটি নিয়ে গ্রামে এসেছিলেন সীমা সশস্ত্র বলের জওয়ান সিকন্দর যাদব। সোমবার রাতে তাঁকে গুলি করে খুন করে মাওবাদীরা। বিহারের জামুই জেলার বরহট থানার পাণ্ডেয়াটিকার ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৩:১৬
Share:

প্রতীকী ছবি।

মেয়ের জন্মদিনে ছুটি নিয়ে গ্রামে এসেছিলেন সীমা সশস্ত্র বলের জওয়ান সিকন্দর যাদব। সোমবার রাতে তাঁকে গুলি করে খুন করে মাওবাদীরা। বিহারের জামুই জেলার বরহট থানার পাণ্ডেয়াটিকার ঘটনা। ১৫ সেপ্টেম্বর বাড়ি এসেছিলেন। জম্মু-কাশ্মীরে হালে এমন ঘটলেও আগে কখনও ছুটিতে থাকা জওয়ানকে হত্যা করেনি মাওবাদীরা। স্বাভাবিক ভাবেই এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

সোমবার রাতে বাড়িতে তখন মেয়ের জন্মদিনের অনুষ্ঠান চলছিল। জলপাই রঙের পোশাকে হাজির হয় কিছু সশস্ত্র মাওবাদী। সিকন্দর বেরোতেই বেঁধে তাঁকে তুলে নিয়ে যায় মাওবাদীরা। সিকন্দরের বিরুদ্ধে পুলিশের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ করে। মঙ্গলবার সকালে বাড়ির কাছে বড় রাস্তার ধারে সিকন্দরের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেলের গুলির খোল উদ্ধার হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement