National

আম্মা যুগ শেষ, এ বার চিনাম্মা, এসে গেলেন শশিকলা

শশিকলা নটরাজনই হচ্ছেন এআইএডিএমকে’র সাধারণ সম্পাদক। জয়ললিতার পর এ বার তিনিই হাল ধরবেন দলের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৬ ১৯:৩৬
Share:

এআইএডিএমকে কর্মীদের অভিবাদন গ্রহণ করছেন শশিকলা।

শশিকলা নটরাজনই হচ্ছেন এআইএডিএমকে’র সাধারণ সম্পাদক। জয়ললিতার পর এ বার তিনিই হাল ধরবেন দলের।

Advertisement

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার মৃত্যুর দু’সপ্তাহের মধ্যেই তাঁর দীর্ঘ দিনের বান্ধবী শশিকলাকে দলীয় প্রধান হিসেবে বেছে নেওয়ার কথা বৃহস্পতিবার এআইএডিএমকে’র তরফে জানানো হয়েছে। ৫৪ বছর বয়সী শশিকলা এত দিন কোনও দলীয় পদে ছিলেন না। কিন্তু দলের আপামর কর্মী, সমর্থকদের ইচ্ছাকে মর্যাদা দিতেই তাঁকে দলের সাধারণ সম্পাদক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এআইএডিএমকে’র মুখপাত্র সি পোন্নাইয়ান জানিয়েছেন। তিনি এও বলেছেন, ‘‘এর জন্য দলীয় সংবিধান কিছুটা সংশোধন করতে হবে।’’

আরও পড়ুন- আম্মার কায়দাতেই কর্মীদের সঙ্গে মিশতে শুরু করলেন শশিকলা

Advertisement

চেন্নাইয়ের পোয়েজ গার্ডেনে তামিলনাড়ুর সদ্যপ্রয়াত মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার বিশাল বাংলোতেই থাকতেন শশিকলা। জয়ললিতাকে ‘আম্মা’ বলার পাশাপাশি শশিকলাকে দলীয় কর্মীরা ‘চিনাম্মা’ (ছোট মা) বলেই ডাকতেন। এখনও ডাকেন ওই নামেই। তবে দলের কোনও পদে না থাকলেও কে বিধায়ক বা সাংসদ হওয়ার জন্য নির্বাচনে দলের টিকিট পাবেন বা কে মন্ত্রী হবেন, অনেকেই জানেন, শশিকলার সঙ্গে শলা-পরামর্শ করেই তা ঠিক করতেন জয়ললিতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন