করিমগঞ্জ লাগোয়া বাংলাদেশে সীমান্ত পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব (উত্তর-পূর্ব) সত্যেন গর্গ। আজ সীমান্তের লাফাশাইল, ভাঙ্গা, হরিটিকর অঞ্চলে যান তিনি। সঙ্গে ছিলেন অসমের স্বরাষ্ট্র কমিশনার সুইটি চাংসান, রাজ্য পুলিশের এডিজি (বর্ডার) এবং বিএসএফের কর্তারা। হেলিকপ্টারে করিমগঞ্জ পৌঁছনোর পর প্রথমে লাফাশাইল যান প্রশাসনিক কর্তারা। কাঁটাতারের বেড়ার বাইরে থাকা ১৫-২০টি পরিবারের লোকেদের সঙ্গে তাঁরা কথা বলেন। সত্যেনবাবু তাঁদের জানান, ভারত সরকার ওই পরিবারের বিষয়ে চিন্তিত। তাঁদের যত দ্রুত সম্ভব কাঁটাতারের ভিতরে ফিরিয়ে আনতে পদক্ষেপ করা হবে। ভাঙ্গা থেকে জলপথে স্পিডবোটে তাঁরা হরিটিকর যান। যান করিমগঞ্জ শহরে প্রস্তাবিত বেড়া বসানোর জায়গাগুলিতেও।