National News

স্বস্তি কিরণ বেদীর, সরকারি কাজে হস্তক্ষেপ নিয়ে মাদ্রাজ হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ

কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির কংগ্রেস সরকারের অভিযোগ ছিল, সরকারের প্রতিদিনের কাজকর্মে হস্তক্ষেপ করছেন লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদী।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ মে ২০১৯ ১৩:৪৯
Share:

সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন পুদুচেরির উপ-রাজ্যপাল কিরণ বেদী। —ফাইল ছবি

সরকারের সঙ্গে সংঘাতে সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদী। সরকারের কাজে লেফটেন্যান্ট গভর্নরের হস্তক্ষেপ সংক্রান্ত মাদ্রাজ হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। মাদ্রাজ হাইকোর্টের রায় ছিল সরকারের দৈনন্দিন কাজে ‘হস্তক্ষেপ করতে পারবেন না’ উপ রাজ্যপাল। শুক্রবার সেই রায়ে স্থগিতাদেশ দিয়ে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চের পর্যবেক্ষণ, ‘‘একনায়কতন্ত্র গণতন্ত্র এবং জনস্বার্থের আত্মাকে আঘাত করে।’’

Advertisement

কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির কংগ্রেস সরকারের অভিযোগ ছিল, সরকারের প্রতিদিনের কাজকর্মে হস্তক্ষেপ করছেন লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদী। তিনি কার্যত সমান্তরাল সরকার চালাচ্ছেন। এমনকি, মন্ত্রিসভার সিদ্ধান্তও কার্যকর করা যাচ্ছে না কিরণের বাধায়। তাতে উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে। এই সব অভিযোগেই মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেন কংগ্রেস নেতা এল লক্ষ্মীনারায়ণ। গত সপ্তাহেই সেই মামলায় লক্ষ্মীনারায়ণের পক্ষেই রায় দিয়ে মাদ্রাজ হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দেয়, সরকারের কাজে কোনও রকম হস্তক্ষেপ করতে পারবেন না লে কিরণ।

এই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করে কেন্দ্র। শুনানি চলে প্রধান বিচারপতির বেঞ্চে। সেই মামলাতেই শুক্রবার মাদ্রাজ হাইকোর্টের ওই রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেন, ‘‘একনায়কতন্ত্র গণতন্ত্র এবং জনস্বার্থের আত্মাকে আঘাত করে। তাই কেন্দ্র সরকার এবং শাসকের উচিত গণতন্ত্রের প্রকৃত অর্থের প্রতি সত্যনিষ্ঠ থাকা।’’ এর পাশাপাশি মামলাকারীকেও একটি নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত।

Advertisement

আরও পডু়ন: অযোধ্যা মামলা: মধ্যস্থতাকারীদের ১৫ অগস্ট পর্যন্ত সময় দিল সুপ্রিম কোর্ট

আরও পড়ুন: শিখ দাঙ্গা নিয়ে স্যাম পিত্রোদার মন্তব্যের কড়া সমালোচনা করলেন অমিত শাহ

প্রাক্তন বিজেপি নেত্রী কিরণ বেদী পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হওয়ার কিছু দিন পর থেকেই সরকারের সঙ্গে সঙ্ঘাত শুরু হয়। সম্প্রতি সেই সঙ্ঘাত চরমে ওঠে বাইক আরোহীদের জন্য হেলমেট বাধ্য করার সিদ্ধান্ত নিয়ে। সরকার চাইছিল আগে সচেতনতা বাড়িয়ে ধাপে ধাপে এই নিয়ম কার্যকরী করতে। কিন্তু দেশের প্রথম মহিলা আইপিএস কিরণ বেদীর মত ছিল, আর কোনও সময় নয়, এক বারেই হেলমেট বাধ্যতামূলক করতে হবে। এই সঙ্ঘাতের লড়াই শেষ পর্যন্ত গড়ায় আদালতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন