Tamil Nadu

তামিলনাড়ুর হোসুরে ‘বিষাক্ত’ ফেনায় ঢাকল নদী, বাধ থেকে জল ছাড়তেই আতঙ্ক!

গত অক্টোবরেও হোসুরের এই বাঁধের লকগেট খোলার পর একই ঘটনা হয়েছিল। সে সময়ও দক্ষিণ পেন্নাই নদীতে ফেনা ভাসতে দেখা গিয়েছিল। প্রশ্ন উঠেছে, তার পরেও কেন যথাযোগ্য পদক্ষেপ করেনি প্রশাসন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৯:৪০
Share:

হোসুরে নদীতে ভাসছে ‘বিষাক্ত’ ফেনা। ছবি: সংগৃহীত।

উপচে পড়ছিল তামিলনাড়ুর কেল্লাভারাপল্লি বাঁধ। অতিরিক্ত জল ছাড়তেই বিপত্তি! দক্ষিণ পেন্নাই নদীর জলের উপর ভাসছে সাদা ফেনা। দেখে আতঙ্কিত হোসুর জেলার প্রশাসন এবং বাসিন্দারা। বিশেষজ্ঞদের মতে, ‘বিষাক্ত’ এই ফেনা ক্ষতি করতে পারে পরিবেশের, মানুষের শরীরের।

Advertisement

ঘূর্ণিঝড় ফেনজলের প্রভাবে গত কয়েক দিন তামিলনাড়ু এবং কর্নাটকের কিছু অংশে ভারী বৃষ্টি হয়েছে। তার জেরে নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। বাঁধে চাপ বাড়ছিল। এই পরিস্থিতিতে লকগেট খুলে অতিরিক্ত জল ছাড়া হয়েছে। বেশ কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশিত হয়েছে (আনন্দবাজার অনলাইন তার সত্যতা যাচাই করেনি)। তাতে দেখা গিয়েছে, নদীর জলে ভাসছে সাদা ফেনা। হাওয়ায় তা ছড়িয়ে পড়ছে। নদীর তীরে এসে জমা হচ্ছে। প্রশাসন মনে করছে, কলকারাখানা থেকে রাসায়নিক মেশানো জল পড়ে ফেনা তৈরি হয়েছে। হোসুরের যে এলাকায় নদীর জলে ফেনা দেখা গিয়েছে, তার কাছেই রয়েছে পড়শি রাজ্য কর্নাটকের কারাখানা অঞ্চল।

অধ্যাপক সচ্চিদানন্দ ত্রিপাঠী জানিয়েছেন, কারখানার বর্জ্য পরিশোধন না করেই নদীতে ফেলা হচ্ছে। তার ফলে নদীতে ফেনা ভাসছে। ত্রিপাঠী জানিয়েছেন, এই ফেনার কারণে জলে অক্সিজেনের মাত্রা কমে যায়। তার ফলে মাছ, জলজ প্রাণী, উদ্ভিদের মৃত্যু হতে পারে। নদীর তীরবর্তী এলাকার মানুষজন জলবাহিত রোগে ভুগতে পারেন।

Advertisement

গত অক্টোবরেও হোসুরের এই বাঁধের লকগেট খোলার পর একই ঘটনা হয়েছিল। সে সময়ও দক্ষিণ পেন্নাই নদীতে এ ভাবে ফেনা ভাসতে দেখা গিয়েছিল। প্রশ্ন উঠেছে, তার পরেও কেন যথাযোগ্য পদক্ষেপ করেনি প্রশাসন, কেন কারখানা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement