মৃত্যু মিছিল রুখতে মুম্বইয়ের ১৬ জায়গায় সেল্‌ফি নিষিদ্ধ

যে এলাকায় সেল্‌ফি তোলা যাবে না। নগর মুম্বইয়ে এমন ১৬টি জায়গা বেছে নিয়েছে পুলিশ। আর সেই জায়গাগুলিতে জারি করা হয়েছে ওই নিষেধাজ্ঞা। আসলে ওই জায়গাগুলিতে কাউকে ঢুকতেই দেওয়া হবে না। ঢুকে পড়লেই, দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। মাথা-পিছু বারোশো টাকা। কেউ ছবি বা সেল্‌ফি না তুললেও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:২৪
Share:

‘নো-স্মোকিং জোন’ ছিল। ‘নো-এন্ট্রি’, ‘নো-পার্কিং’ তো ছিলই, সদ্য চালু হয়েছিল ‘নো-পলিউশান জোন’ও।

Advertisement

ভারতে এত দিন যা ছিল না, এ বার সেটাই চালু হল মুম্বইয়ে।

‘নো-সেল্‌ফি জোন’!

Advertisement

যে এলাকায় সেল্‌ফি তোলা যাবে না। নগর মুম্বইয়ে এমন ১৬টি জায়গা বেছে নিয়েছে পুলিশ। আর সেই জায়গাগুলিতে জারি করা হয়েছে ওই নিষেধাজ্ঞা। আসলে ওই জায়গাগুলিতে কাউকে ঢুকতেই দেওয়া হবে না।

আরও পড়ুন- ৪২ মাস পর ছাড়া পেলেন সঞ্জয় দত্ত, জেলের বাইরে বিক্ষোভ

ঢুকে পড়লেই, দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। মাথা-পিছু বারোশো টাকা। কেউ ছবি বা সেল্‌ফি না তুললেও।

তাই, ‘নো-সেল্‌ফি জোন’-এ ‘নো-স্মোকিং’, ‘নো-এন্ট্রি’, ‘নো-পার্কিং’ বা, ‘নো-পলিউশান’- বলবৎ থাকবে সব রকমের নিষেধাজ্ঞাই। মূলত, সমুদ্রোপকূল লাগোয়া দর্শনীয় এলাকাগুলোকেই আনা হয়েছে ‘নো-সেল্‌ফি জোন’-এর আওতায়। তা ছাড়াও বিপজ্জনক জায়গাগুলোতে সেল্‌ফি তোলা বন্ধ করার লক্ষ্যে জন সচেতনতা বাড়াতে এলাকাভিত্তিক প্রচারেও নামছে মুম্বই পুলিশ।

কেন এই অভিনব পন্থা মুম্বই পুলিশের?

কারণ, বিপজ্জনক এলাকায় স‌েল্‌ফি তোলার হিড়িকে গত দু’-তিন বছরে দুর্ঘটনার সংখ্যা উত্তরোত্তর বেড়েই চলেছে।

সেল্‌ফি তুলতে গিয়ে গত এক বছরে গোটা বিশ্বে মৃত্যু হয়েছে ৪৯ জনের। তার মধ্যে ভারতেই মৃত্যু হয়েছে ১৯ জনের।

এ মাসের গোড়ায় নাসিকে একটি বাঁধের ওপর দাঁড়িয়ে সেল্‌ফি তোলার সময় পা হড়কে গিয়ে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়। গত মাসে মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ড ফোর্টের সামনে সমুদ্রে সেল্‌ফি তুলতে গিয়ে মৃত্যু হয় এক মহিলার। তাঁকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান তাঁর এক সঙ্গীও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন