সহারার সম্পত্তি বেচে সেবিকে টাকা মেটাতে বলল সুপ্রিম কোর্ট

এ দেশের বিভিন্ন প্রান্তে সহারা রিয়েল এস্টেটের যে বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, সিকিওরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)-কে তার বেশ কয়েকটি বিক্রির প্রক্রিয়া শুরু করতে বলল সুপ্রিম কোর্ট। ওই সব সম্পত্তি বেচেই লক্ষ লক্ষ বিনিয়োগকারীর টাকা মেটানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৬ ২০:২২
Share:

এ দেশের বিভিন্ন প্রান্তে সহারা রিয়েল এস্টেটের যে বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, সিকিওরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)-কে তার বেশ কয়েকটি বিক্রির প্রক্রিয়া শুরু করতে বলল সুপ্রিম কোর্ট। ওই সব সম্পত্তি বেচেই লক্ষ লক্ষ বিনিয়োগকারীর টাকা মেটানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Advertisement

আরও পড়ুন- নায়িকা-রাজনীতিক রামাইয়া কথা রাখেননি, কে-ই বা রাখেন!

তবে লন্ডনের গভর্নর হাউজ আর নিউ ইয়র্কের একটি প্লাজা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রচুর হোটেল ও রিসর্ট রয়েছে সহারা গ্রুপের। বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সহারা গ্রুপের আরও বেশ কিছু স্থাবর সম্পত্তি। আদালতের হিসেবে, বিনিয়োগকারীদের মোট ৩৬ হাজার কোটি টাকা মেটাতে হবে সহারা গ্রুপকে। ২০১৪-র মার্চে গ্রেফতার হয়েছিলেন সহারা গ্রুপের কর্ণধার সুব্রত রায়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন