‘হিম্মত থাকলে জেলে ভরুন’, মোদীকে চ্যালেঞ্জ রাহুলের

পাল্টা আক্রমণে নামলেন রাহুল গাঁধী। বিজেপি’র তোলা অভিযোগের কড়া প্রতিক্রিয়া তো দিলেনই। প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে কংগ্রেস সহ সভাপতির মন্তব্য, ‘‘হিম্মত থাকলে আমাকে জেলে ভরুন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৫ ১৯:৩৬
Share:

আক্রমণাত্মক মেজাজে রাহুল গাঁধী। ছবি: পিটিআই।

পাল্টা আক্রমণে নামলেন রাহুল গাঁধী। বিজেপি’র তোলা অভিযোগের কড়া প্রতিক্রিয়া তো দিলেনই। প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে কংগ্রেস সহ সভাপতির মন্তব্য, ‘‘হিম্মত থাকলে আমাকে জেলে ভরুন।’’

Advertisement

বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী রাহুল গাঁধীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলেছেন। দিনকয়েক আগেই কিছু ‘দস্তাবেজ’ দেখিয়ে স্বামী দাবি করেন, রাহুল ভারতের নাগরিক হওয়ার পাশাপাশি ব্রিটেনেরও নাগরিক। সে কথা তিনি গোপন করেছেন এবং ব্রিটেনে একটি বাণিজ্যিক সংস্থা খুলে বেনামে মুম্বইতেও রাহুল তার অফিস করেছেন বলে স্বামী দাবি করেন। বৃহস্পতিবার ইন্দিরা গাঁধীর জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এর জবাব দেন রাহুল। প্রবল উষ্মা নিয়ে কংগ্রেস সহ সভাপতির মন্তব্য, ‘‘খুব ছোটবেলা থেকেই দেখে আসছি আরএসএস-এর লোকজন আমার ঠাকুমার নামে, আমার বাবার নামে এমনকী আমার মায়ের নামেও কুৎসা করে। মোদীজি আপনি এখন দেশের প্রধানমন্ত্রী। নিজের চামচাদের দিয়ে আমাদের বিরুদ্ধে যে নানা রকম কুৎসা করছেন, তা বন্ধ করুন।’’

রাহুল গাঁধী চ্যালেঞ্জের সুরেই এ দিন বলেছেন, যে অভিযোগ বিজেপি তাঁর বিরুদ্ধে করেছে, তা প্রমাণ করে দেখাক। তিনি কটাক্ষ মিশিয়ে বলেন, ‘‘মোদীজি, সরকার এখন আপনার। আপনার হাতে অনেক এজেন্সি রয়েছে। সবাইকে কাজে লাগিয়ে দিন। নিজের ৫৬ ইঞ্চির ছাতি বের করুন। ৬ মাসের মধ্যে রিপোর্ট দিন। আমি যদি অপরাধ করে থাকি তা হলে আমাকে জেলে ভরুন।’’

Advertisement

কংগ্রেস সহ সভাপতির চ্যালেঞ্জ, দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে জেলে ভরার জুজু দেখিয়ে লাভ নেই। কারণ তিনি ভয় পান না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন