Fire at Cracker Shop in Jharkhand

ঝাড়খণ্ডে বাজির দোকানে আগুন, ঝলসে মৃত্যু হল তিন শিশু-সহ পাঁচ জনের, কী ভাবে ঘটল দুর্ঘটনা?

সোমবার দুপুরে গড়োয়ার রঙ্কা থানা এলাকার গোদারমানা বাজারে ঘটনাটি ঘটে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শিশু-সহ অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৯:০০
Share:

বাজি কারখানায় আগুন লেগে মৃত্যু হল পাঁচ জনের। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাজির দোকানে আগুন লেগে দগ্ধ হয়ে মৃত্যু হল তিন শিশু-সহ পাঁচ জনের। সোমবার ঝাড়খণ্ডের গড়োয়ায় ঘটনাটি ঘটেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

Advertisement

সোমবার দুপুরে গড়োয়া জেলার রঙ্কা থানা এলাকার গোদারমানা বাজারে ঘটনাটি ঘটে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শিশু-সহ অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর সাড়ে ১২টা নাগাদ আচমকা দোকানে রাখা কাঠের তক্তায় আগুন লেগে যায়। সে সময় দোকানে বেশ কয়েক জন ছিলেন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

গড়োয়ার এসপি দীপক পাণ্ডে সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘‘একটি বাজির দোকানে আগুন লেগে পাঁচ জন নিহত হয়েছেন। তার মধ্যে তিন জনই শিশু। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।’’ যদিও ঠিক কী ভাবে আগুন লাগল, তা নিয়ে এখনও ধন্দে পুলিশ। রঙ্কার এসডিপিও রোহিত রঞ্জন সিংহের কথায়, ‘‘আমরা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী ছত্তীসগঢ়ের একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।’’ তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

Advertisement

অগ্নিদগ্ধ হয়ে পাঁচ মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষকুমার গঙ্গোয়ার এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। নিজের এক্স হ্যান্ডলে হেমন্ত লিখেছেন, ‘‘গড়োয়ার রঙ্কা থানা এলাকায় একটি বাজির দোকানে আগুন লেগে পাঁচ জনের মৃত্যুর দুঃখজনক খবর পেয়েছি। ‘মারাং বুরু’ মৃতদের আত্মাকে শান্তি প্রদান করুন এবং শোকাহত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।’’ হেমন্ত আরও জানিয়েছেন, জেলা প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement