Cylinder Blast in Tamil Nadu

উৎসবের মাঝে হিলিয়াম সিলিন্ডার বিস্ফোরণ তামিলনাড়ুতে! মৃত ১, জখম ১৮, বেলুনে গ্যাস ভরতে গিয়েই বিপত্তি?

সোমবার রাতে তামিলনাড়ুর কল্লাকুরিচি জেলার মানালুরপেট্টাইয়ে ঘটনাটি ঘটেছে। থেনপেন্নাই নদী উৎসব চলাকালীন হঠাৎ একটি হিলিয়াম সিলিন্ডার ফেটে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১২:০০
Share:

ঘটনাস্থলের দৃশ্য। ছবি: পিটিআই।

উৎসবের আনন্দ হাহাকারে বদলে গেল মুহূর্তেই! থেনপেন্নাই নদী উৎসব চলাকালীন তামিলনাড়ুতে হিলিয়াম সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল এক জনের। গুরুতর জখম হলেন আরও ১৮ জন।

Advertisement

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন সূত্রে খবর, সোমবার রাতে তামিলনাড়ুর কল্লাকুরিচি জেলার মানালুরপেট্টাইয়ে ঘটনাটি ঘটেছে। থেনপেন্নাই নদী উৎসব চলাকালীন হঠাৎ একটি হিলিয়াম সিলিন্ডার ফেটে যায়। বিস্ফোরণে এক জনের মৃত্যু হয়। সে সময় ঘটনাস্থলে অনেকে ছিলেন। তাঁদের মধ্যে অন্তত ১৮ জন আহত হন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বেলুনে গ্যাস ভরার সময়েই কোনও ভাবে হিলিয়াম ভর্তি সিলিন্ডারটি ফেটে যায়। তবে কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিরুভান্নামালাইয়ের জেলাশাসক কে থারপাগরাজ জানিয়েছেন, কল্লাকুরিচি জেলার মানালুরপেট্টাইয়ে উৎসব চলাকালীন একটি হিলিয়াম সিলিন্ডার ফেটে যাওয়ায় এক জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনায় শোকপ্রকাশ করেছেন এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক এডাপ্পাদি কে পালানিস্বামী। আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। রাজ্য সরকারকে মৃতের পরিজনদের পাশাপাশি আহতদের আর্থিক সাহায্য প্রদানের অনুরোধও জানিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement