Assam TMC

অসমে বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগ ৪০০ কর্মী-সমর্থকের! পড়শি রাজ্যে সংগঠন বৃদ্ধির উদ্যোগ

অসমে পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই সংগঠন বিস্তারের চেষ্টা শুরু করেছে তৃণমূল। রবিবার অসমের তিনসুকিয়া জেলায় বিভিন্ন দল থেকে কর্মী-সমর্থকেরা তৃণমূলে যোগ দেন। তৃণমূলের অসম শাখা জানিয়েছে, প্রায় ৪০০ জন যোগদান করেছে ওই কর্মসূচিতে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ২৩:১০
Share:

রবিবার অসমের তিনসুকিয়ায় তৃণমূলে যোগদান কর্মসূচি। ছবি: তৃণমূলের অসম শাখার সমাজমাধ্যম পাতা।

অসমের পঞ্চায়েত ভোট পরবর্তী সময়ে সংগঠনকে আরও মজুবত করার চেষ্টা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। রবিবার অসমের তিনসুকিয়া জেলায় বিভিন্ন দল থেকে কর্মী-সমর্থকেরা তৃণমূলে যোগ দেন। তৃণমূলের অসম শাখা জানিয়েছে, প্রায় ৪০০ জন রবিবার দলে যোগ দিয়েছেন। বস্তুত, কয়েক দিন আগেই অসমের পঞ্চায়েত নির্বাচন হয়েছে। সেখানে পাঁচটি পঞ্চায়েত আসনে জয়ী হয়েছে বাংলার শাসকদল। পঞ্চায়েত ভোটে আসন পাওয়ার পরে এ বার অসমে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে নজর দিচ্ছে তৃণমূল অসম শাখা।

Advertisement

বিজেপি শাসিত অসমে এ বারের পঞ্চায়েত ভোটে মোট ২৮ জন জেলা পরিষদ এবং ৪৪ জন আঞ্চলিক পঞ্চায়েতে প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল তৃণমূল। তাঁদের মধ্যে পাঁচ জন প্রার্থী জয়ী হয়েছেন এবং তাঁদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। অসমের পঞ্চায়েত ভোটে আসন জয়ের পরে দলের অসম শাখাকে অভিনন্দন জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি এ-ও জানিয়েছিলেন, ধীরে ধীরে অসমে শক্তি বাড়াচ্ছে বাংলার শাসকদল

অসমে সংগঠন বিস্তারের জন্য অনেক দিন ধরেই সক্রিয় বাংলার শাসক শিবির। অসমের রাজনীতিক সুস্মিতা দেব বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ। এই নিয়ে তিনি দ্বিতীয়বারের জন্য বাংলা থেকে রাজ্যসভায় প্রতিনিধিত্ব করছেন। সুস্মিতার নেতৃত্বেই গত বছরের লোকসভা নির্বাচনে অসম থেকে কয়েকটি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল। তবে ওই আসনগুলিতে বিশেষ সুবিধা মেলেনি তৃণমূলের। তবে লোকসভা ভোটের এক বছর যেতে না যেতেই পঞ্চায়েত নির্বাচনে কিছু আসন জিতে নিতে পেরেছে তৃণমূল।

Advertisement

ওই সাফল্যের পরে সমাজমাধ্যমে দলের অসম শাখার উদ্দেশে অভিষেক লিখেছিলেন, “প্রতিটি অর্জন, যত ছোটই হোক না কেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও অঙ্গীকারের ফসল… এটি কেবল শুরু মাত্র। ধারাবাহিক প্রচেষ্টা ও জনগণের সঙ্গে নিবিড় সংযোগের মাধ্যমে আমরা ভবিষ্যতে একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য বিকল্প হয়ে উঠব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement