National News

৫০০ কোটির দুর্নীতিতে নাম জড়াল শাহরুখ ও নওয়াজউদ্দিনের!

অভিযোগে উল্লেখ রয়েছে, সাধারণ মানুষের আস্থা অর্জন করতে দুই বলিউড তারকাকে সংস্থার ‘মুখ’ হিসেবে ব্যবহার করা হয়। আর শাহরুখ-নওয়াজের প্রচারে প্রভাবিত হয়েই বহু মানুষ বিনিয়োগ করেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুন ২০১৭ ১৪:৫০
Share:

শাহরুখ খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকি। ছবি: এএফপি।

অনলাইন অর্থলগ্নি সংস্থার কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় নাম জড়াল শাহরুখ খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকির। সাধারণ মানুষের থেকে বেআইনি ভাবে বিপুল পরিমাণ টাকা তুলে প্রতারণার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ‘ওয়েবওয়ার্ক ট্রেড লিঙ্ক’ নামে এক সংস্থার বিরুদ্ধে। জানা গেছে, ওই সংস্থার দুই মালিক অনুরাগ জৈন ও সন্দেশ ভার্মা ‘অ্যাডসবুক ডট কম’ নামে একটি কোম্পানির আড়ালে ওই স্কিম খুলে বসেছিলেন। অভিযোগ, সেই ‘অ্যাডসবুক ডট কম’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শাহরুখ ও নওয়াজউদ্দিন।

Advertisement

ঘটনার সূত্রপাত ২০১৬-র অক্টোবরে। ‘ওয়েবওয়ার্ক ট্রেড লিঙ্ক’-এর দুই মালিক ‘অ্যাডসবুক ডট কম’ খুলে সাধারণ মানুষকে টাকা বিনিয়োগের আবেদন করে। সারদা বা রোজভ্যালির মতোই মানুষকে চড়া লাভের অঙ্কের টোপ দিয়ে বাজার থেকে এরা কোটি কোটি টাকা তুলেছে বলে অভিযোগ। অন্তত ৫০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। কিছুদিন আগেই গাজিয়াবাদ পুলিশের কাছে এবিষয়ে প্রথম অভিযোগ জমা পড়ে।

আরও পড়ুন, বিজিতাকে জেরা সিবিআইয়ের

Advertisement

গত মঙ্গলবার, ২৭ জুন, গাজিয়াবাদ পুলিশের কাছ থেকে ঘটনার তদন্তের দায়িত্ব নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন, চার মাসের মধ্যেই প্রায় চার লক্ষ মানুষ ওই কোম্পানিতে নাম নথিভুক্ত করিয়েছিলেন। প্রায় দু’লক্ষ বিনিয়োগকারীর কাছ থেকে ৫০০ কোটি টাকা তোলে ‘ওয়েবওয়ার্ক ট্রেড লিঙ্ক’। অভিযোগে উল্লেখ রয়েছে, সাধারণ মানুষের আস্থা অর্জন করতে দুই বলিউড তারকাকে সংস্থার ‘মুখ’ হিসেবে ব্যবহার করা হয়। আর শাহরুখ-নওয়াজের প্রচারে প্রভাবিত হয়েই বহু মানুষ বিনিয়োগ করেন। তবে সিবিআইয়ের এফআইআর-এ, শাহরুখ ও নওয়াজউদ্দিনের নাম অভিযুক্ত হিসেবে নেই। সন্দেহভাজনদের তালিকাতেও রাখা হয়নি দু’জনকে।

অভিযুক্ত সংস্থার দুই কর্ণধার অনুরাগ জৈন ও সন্দেশ ভার্মার বিরুদ্ধে প্রতারণা এবং তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে সিবিআই। সংস্থার সঙ্গে শাহরুখ এবং নওয়াজের সম্পর্কও খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন