জেডিইউয়ের সর্বভারতীয় সভাপতি পদে আর থাকতে চান না শরদ যাদব। সভাপতি নির্বাচনের জন্য দিল্লিতে দলের জাতীয় পরিষদের বৈঠক ডাকা হয়েছে। দলীয় সূত্রের খবর, ওই পদে অভিষেক হতে চলেছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। এতদিন এমনিতেই দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন নীতীশই। শরদের কাজ ছিল তাতে সায় দেওয়া। এ বার সেই দায়িত্বও নিজের কাঁধেই নিতে চলেছেন নীতীশ।