Congress

Shashi Tharoor: উত্তরপ্রদেশের ফলের জন্য শুধু প্রিয়ঙ্কাকে দোষ দেওয়া যায় না, বললেন শশী তারুর

উত্তরপ্রদেশে প্রিয়ঙ্কা গাঁধীর প্রচারে দম ছিল বলে মনে করেন কংগ্রেস নেতা শশী তারুর।

Advertisement

সুচন্দ্রা ঘটক

জয়পুর শেষ আপডেট: ১৪ মার্চ ২০২২ ১৮:১১
Share:

শশী তারুর এবং প্রিয়ঙ্কা গাঁধী।

উত্তরপ্রদেশের নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। তাদের পক্ষে ভোট পড়েছে মাত্র দু’শতাংশ। তবে সে রাজ্যে দলের দায়িত্বপ্রাপ্ত নেত্রী প্রিয়ঙ্কা গাঁধীকে শুধু এই ফলের জন্য দায়ী করতে চান না কংগ্রেসের প্রবীণ নেতা শশী তারুর। তাঁর বক্তব্য, ‘‘উত্তরপ্রদেশের ফলের জন্য প্রিয়ঙ্কা একা দায়ী নন। কংগ্রেসেরও দোষ নেই। এর পিছনে বৃহত্তর কিছু কারণ রয়েছে। কিছু কিছু রাজ্যে ক্রমাগত খারাপ ফল হচ্ছে কংগ্রেসের।’’

ভোটের আগে থেকেই উত্তরপ্রদেশে প্রিয়ঙ্কার ‘লড়কি হুঁ লড় সকতি হুঁ’ স্লোগান নিয়ে চর্চা হয়েছে প্রচুর। তাঁর প্রচারের ধারা পড়েছে নিন্দার মুখেও। কিন্তু শশী মনে করেন, প্রিয়ঙ্কার প্রচারে তেমন কোনও খামতি ছিল না। ‘জয়পুর লিটারেচার ফেসটিভ্যাল’-এ যোগ দিতে এসে শশী বলেন, ‘‘প্রিয়ঙ্কা বেশ উৎসাহী। নজরকাড়ার মতো কাজ করেছেন।’’ তারই সঙ্গে শশীর বক্তব্য, কোনও এক জনের প্রচারের ভুলে কংগ্রেসের মতো দলের এমন ফল হতেও পারে না। এর পিছনে অনেক কিছু আছে। কোনও এক জনকে দোষ দেওয়ার মানে হয় না।

Advertisement

প্রিয়ঙ্কার প্রচারে দম ছিল বলে মনে করেন প্রবীণ কংগ্রেস নেতা। ভোটপ্রচারে প্রিয়ঙ্কা গোটা উত্তরপ্রদেশ জুড়ে দৌড়ে বেরিয়েছেন, মনে করান শশী। তাঁর প্রচারের প্রশংসা করে শশী আরও বলেন, ‘‘প্রিয়ঙ্কাকে প্রায় সব জায়গায় দেখা গিয়েছে। রাজ্যের নানা প্রান্তে গিয়ে প্রিয়ঙ্কা কাজ করেছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন