Love Story in Aligarh

১১ বছরের ছোট হবু জামাইয়ের সঙ্গেই সংসার করবেন! জানালেন টাকা-গয়না নিয়ে পালানো সেই বধূ

আগামী ১৬ এপ্রিল অনিতার কন্যা শিবানীর বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের কেনাকাটার নাম করে হবু জামাই রাহুলকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান অনিতা। তার পর থেকেই নিখোঁজ দু’জনে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৬:৫৪
Share:

(বাঁ দিকে) অনিতা দেবী হবু জামাই রাহুলের (ডান দিকে) সঙ্গে। ছবি: সংগৃহীত।

তিনি বাড়ি ফিরতে চান না। বয়সে ১১ বছরের ছোট হবু জামাইয়ের সঙ্গেই সংসার করতে চান। এমনই জানিয়েছেন উত্তরপ্রদেশের আলিগড়ের সেই অনিতা দেবী। কন্যার জন্য পাত্র দেখেছিলেন, আর বিয়ের আগের দিন সেই পাত্রের হাত ধরে টাকা-গয়না নিয়ে পালিয়ে যান অনিতা। হবু জামাই আর শাশুড়ির এই প্রেমকাহিনি শোরগোল ফেলে দিয়েছে আলিগড়ে।

Advertisement

কয়েক দিন ধরেই অনিতা এবং রাহুল নিখোঁজ। তাঁদের খোঁজ চালাচ্ছে দুই পরিবার। খোঁজ চালাচ্ছে পুলিশও। দু’দিন আগেই নাকি শাশুড়ি এবং হবু জামাইকে ভিডিয়ো রিল বানাতে দেখা গিয়েছে। তাঁরা উত্তরাখণ্ডে আছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁদের ধরতে ওই রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে আলিগড়ের পুলিশ। যদিও তাঁদের সম্পর্ক ঘিরে যখন দু’জনের বাড়িতে হুলস্থুল চলছে, অনিতা তখন জানিয়েছেন তিনি হবু জামাইয়ের সঙ্গেই নতুন করে সংসার করবেন।

অনিতার কন্যা শিবানীর বিয়ে ঠিক হয়েছিল কাপড় ব্যবসায়ী রাহুলের সঙ্গে। স্থানীয় সূত্রে খবর, সম্বন্ধ ঠিক হওয়ার পর থেকেই হবু জামাইয়ের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলতেন হবু শাশুড়ি অনিতা। পরিবারের কেউ ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি যে, দু’জনের মধ্যে সম্পর্ক তলে তলে অনেক দূর গড়িয়ে গিয়েছে। পরিবার সূত্রে খবর, বিয়ের বেশ কয়েক দিন আগে হঠাৎ অনিতা জানান, হবু জামাইয়ের শরীর খারাপ। তাঁর দেখাশোনা করার মতো কেউ নেই, তাই তিনি গিয়ে তাঁকে সুস্থ করে তুলতে চান। পাঁচ দিন হবু জামাইয়ের সঙ্গে থাকার পর বাড়িতে ফেরেন অনিতা। আগামী ১৬ এপ্রিল অনিতার কন্যা শিবানীর বিয়ে হওয়ার কথা ছিল। এরই মাঝে হবু জামাই এবং শাশুড়ি কেনাকাটার নাম করে একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যান। তার পর থেকে তাঁদের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। অনিতার স্বামীর সন্দেহ হলে তিনি আলমারি পরীক্ষা করে দেখতে পান যে, বিয়ের গয়না এবং টাকা সব উধাও। তার পরই পুলিশের দ্বারস্থ হয় পরিবার।

Advertisement

অনিতার কন্যা জানিয়েছেন, মা বাড়িতে ফিরে আসুক, তিনি সেটা চান না। তবে বাবার কষ্টের টাকা এবং সেই টাকা দিয়ে কেনা গয়না যদি উদ্ধার করা সম্ভব হয়, তা হলে সেগুলি ফেরত নিতে চান। পুলিশের কাছে এমনই আবেদন করেছেন শিবানী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement