crime

ঋণখেলাপের অভিযোগ, কোর্টে হাজিরা দেবেন শিল্পা ও তাঁর পরিবার

দায়ের করা অভিযোগে পারহাদ জানিয়েছেন, ব্যবসা বিস্তারের নামে শিল্পার বাবা সুরেন্দ্র শেট্টি ২০১৭ সালের জানুয়ারিতে ওই টাকা নিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মুম্বই শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ১৬:৫৪
Share:

শিল্পা শেট্টি। -নিজস্ব চিত্র।

২১ লক্ষ টাকার ঋণখেলাপের দায়ে আইনি জটিলতায় পড়তে চলেছেন শিল্পা শেট্টি ও তাঁর পরিবার। জানা গিয়েছে, পারহাদ আমরা নামের এক অটোমোবাইল ব্যবসায়ী শিল্পা ও তাঁর পরিবারের বিরুদ্ধে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ এনেছেন। ফলে আগামী ২৯ জানুয়ারি মুম্বইয়ের এক মেট্রোপলিটন আদালতে হাজিরা দিতে হবে শিল্পা, তাঁর বোন শমিতা শেট্টি ও মাসুনন্দাকে।

Advertisement

দায়ের করা অভিযোগে পারহাদ জানিয়েছেন, ব্যবসা বিস্তারের নামে শিল্পার বাবা সুরেন্দ্র শেট্টি ২০১৭ সালের জানুয়ারিতে ওই টাকা নিয়েছিলেন। ২০১৫ থেকে ২০১৮—মোট তিনটি কিস্তিতে সুরেন্দ্রকে ওই টাকা দেওয়া হয়েছিল। প্রতিটা কিস্তির চেকে ছিল সুরেন্দ্র শেট্টির সংস্থা ‘করগিফটস্’-এর নামে।

এর পর পারহাদ এক বার সুরেন্দ্র শেট্টির কাছে গিয়েছিলেন টাকা ফেরত চাইতে। তখন শিল্পার বাবা বলেছিলেন; যে ব্যবসার জন্য এই টাকা ঋণ নেওয়া, সেই ব্যবসার সঙ্গে তাঁর মেয়ে ও স্ত্রী যুক্ত। ফলে টাকা পেতে অসুবিধা হবে না। এমনটাই পুলিশকে জানিয়েছেন অভিযোগকারী।এর পর সুরেন্দ্রর মৃত্যুর পর তাঁর পরিবারের কাছে সেই টাকা দাবি করতে গেলে, শিল্পা এবং তাঁর পরিবার গোটা বিষয়টি অস্বীকার করেন। এর পরই অভিযোগ দায়ের করতে বাধ্য হন বলে পারহাদ সংবাদমাধ্যমকে জানান।

Advertisement

আরও পড়ুন- সলমনের সঙ্গে সম্পর্ক ছিল? মুখ খুললেন শিল্পা

আরও পড়ুন- সিডনি বিমানবন্দরে বর্ণবিদ্বেষের শিকার শিল্পা শেঠি

যদিও গোটা অভিযোগ অস্বীকার করে শিল্পা শেট্টি বলেছেন, তাঁরা ২৯ জানুয়ারির শুনানিতে হাজিরা দেবেন। তবে, বাবার ব্যবসা প্রসঙ্গে তিনি ও তাঁর মা ওয়াকিবহাল নন।অভিযোগকারী সংবাদমাধ্যমকে ভুল বলছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন