— প্রতিনিধিত্বমূলক চিত্র।
শপিং মলে ঢুকতে বাধা। তার জেরে বন্দুক বার করে শূন্যে গুলি ছুড়ে নিরাপত্তারক্ষীকে শাসালেন চার তরুণ-তরুণী। শনিবার ভোররাতে উত্তরপ্রদেশের লখনউয়ে ঘটনাটি ঘটেছে। অভিযোগের ভিত্তিতে চার জনকেই আটক করেছে পুলিশ।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, শনিবার ভোররাতে মদ্যপান করার জন্য লখনউয়ের সুশান্ত গল্ফ সিটি এলাকার এক শপিং মলের বারে ঢুকতে চাইছিলেন চার তরুণ-তরুণী। কিন্তু শপিং মলের বাইরে তাঁদের পথ আটকান নিরাপত্তারক্ষীরা। শুরু হয়ে যায় বচসা। কথা কাটাকাটির মাঝে তাঁদের মধ্যে একজন আচমকা একটি লাইসেন্সযুক্ত বন্দুক বার করে শূন্যে গুলি চালিয়ে দেন। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়ায় এলাকায়। পুলিশেও খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে চার জনকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে এক মহিলাও রয়েছেন। ধৃতদের নাম হর্ষ মিশ্র, প্রিন্স বর্মা, রোহিত পটেল এবং স্বাতী। রোহিতের কাছ থেকে বন্দুকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। সঙ্গে মিলেছে সাত রাউন্ড গুলি এবং দু’টি ম্যাগাজ়িন। তবে শনিবার ভোরের এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।