বিধ্বস্ত নেপাল

ভূকম্প-বিধ্বস্ত নেপালের দিকে যে ভাবে ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তার জন্য মোদী সরকারকে ধন্যবাদ জানালেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। জন্মসূত্রে নেপালি ৪৪ বছরের এই অভিনেত্রীর দাদু বিশ্বেশ্বরপ্রসাদ কৈরালা ছিলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী। রবিবার মনীষা ফেসবুকে জানান, ‘‘সারাটা দিন টিভি থেকে চোখ সরাতে পারিনি এক মুহূর্তের জন্যেও। ছবিগুলো দেখে কাঁদছিলাম।

Advertisement
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৫ ০৩:৩৪
Share:

কেন্দ্রকে ধন্যবাদ মনীষার

Advertisement

ভূকম্প-বিধ্বস্ত নেপালের দিকে যে ভাবে ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তার জন্য মোদী সরকারকে ধন্যবাদ জানালেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। জন্মসূত্রে নেপালি ৪৪ বছরের এই অভিনেত্রীর দাদু বিশ্বেশ্বরপ্রসাদ কৈরালা ছিলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী। রবিবার মনীষা ফেসবুকে জানান, ‘‘সারাটা দিন টিভি থেকে চোখ সরাতে পারিনি এক মুহূর্তের জন্যেও। ছবিগুলো দেখে কাঁদছিলাম। এই দুর্দিনে ভারত সরকার যে ভাবে নেপালের পাশে দাঁড়িয়েছে, তার জন্য আন্তরিক ধন্যবাদ। যে ভাবে তাঁরা সাহায্য করতে এগিয়ে এসেছে তা আমরা কোনও দিন ভুলব না।’’

Advertisement

দেশে ফিরে স্বস্তি

নেপাল থেকে রবিবারই নয়াদিল্লি পৌঁছলেন ভারতের অনুর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দলের ২৩ জন সদস্য। নেপালে তাঁরা গিয়েছিলেন এশিয়ান ফুটবল কনফেডারেশন রিজিওনাল টুর্নামেন্টে যোগ দিতে। কোচ জানান, শনিবার ভূমিকম্পের সময় মাঠে অনুশীলনে ব্যস্ত ছিল মেয়েরা। সেই মাঠে দাঁড়িয়েই তাঁরা দেখেছে আশপাশের বাড়িগুলি তাসের ঘরের মতো ভেঙে পড়তে। হোটেলের ঘরে ঢোকারও সাহস পাননি সবাই। রাত কাটিয়েছেন খোলা আকাশের নীচে। সকাল হতেই সোজা পৌঁছে যান কাঠমান্ডু বিমানবন্দরে।

আটকে তামিলরা

পুণ্যার্থী এবং পর্যটক মিলিয়ে তামিলনাড়ুর প্রায় ৩১১ জন আটকে রয়েছেন নেপালে। তবে তারা প্রত্যেকেই নিরাপদে রয়েছেন বলে রবিবার তামিলনাড়ু প্রশাসন সূত্রে জানানো হয়েছে। ০১১-২১৪৯৩৪৬০, ০১১-২৪১৯৩৪৫৬ নম্বরে বা টোল ফ্রি নম্বর ১০৭০ বা ১০৭৭-এ ফোন করে তাঁদের সম্পর্কে খোঁজ করতে পারেন উদ্বিগ্ন পরিজনেরা।

ধসের আশঙ্কা

উদ্ধারকাজ এখনও পুরোদমে শুরু করা যায়নি। এর মধ্যেই ফের ভারী বৃষ্টির ভ্রূকুটি কাঠমান্ডু-সহ পূর্ব নেপালে। মৌসম ভবন জানিয়েছে, সোম ও মঙ্গলবার, নেপালের পূর্ব এলাকায় ঝড়বৃষ্টি হতে পারে। আবহবিজ্ঞানীদের বক্তব্য, ভারী বৃষ্টিতে বিপর্যস্ত এলাকায় ধসের আশঙ্কাও রয়েছে। সতর্ক করা হয়েছে প্রশাসনকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন