সিয়াচেনে নিখোঁজ জওয়ানদের উদ্ধারে পাক সাহায্য নেবে না ভারত

সিয়াচেনে তুষারধসে নিখোঁজ ১০ জওয়ানের উদ্ধারে পাকিস্তান সাহায্য করতে চাইলেও তা খারিজ করে দিল ভারতীয় সেনা। বৃহস্পতিবার সকালে দু’দেশের ডিজিএমও-র মধ্যে টেলিফোনে কথাবার্তায় পাকিস্তানের তরফে মেজর জেনারেল আমির রিয়াজ সাহায্যের প্রস্তাব দেন। কিন্তু, ভারতীয় সেনার ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিংহ জানিয়ে দেন, তার প্রয়োজন নেই। কারণ, ইতিমধ্যেই উদ্ধারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি-সহ জওয়ান পাঠানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ২২:১০
Share:

সিয়াচেনে তুষারধসে নিখোঁজ ১০ জওয়ানের উদ্ধারে পাকিস্তান সাহায্য করতে চাইলেও তা খারিজ করে দিল ভারতীয় সেনা। বৃহস্পতিবার সকালে দু’দেশের ডিজিএমও-র মধ্যে টেলিফোনে কথাবার্তায় পাকিস্তানের তরফে মেজর জেনারেল আমির রিয়াজ সাহায্যের প্রস্তাব দেন। কিন্তু, ভারতীয় সেনার ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিংহ জানিয়ে দেন, তার প্রয়োজন নেই। কারণ, ইতিমধ্যেই উদ্ধারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি-সহ জওয়ান পাঠানো হয়েছে।

Advertisement

বুধবার সকালে সিয়াচেনে সেনার একটি চৌকিতে তুষারধস এসে পড়ার পর থেকে ১০ জন সেনা জওয়ান নিখোঁজ। এখনও উদ্ধারকার্য চললেও এ দিন সেনার তরফ থেকে সরকারি ভাবেই মেনে নেওয়া হয়েছে, জওয়ানদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই সামান্য। তা সত্বেও ১৯,৬০০ ফুট উচ্চতায় খারাপ আবহাওয়া সেনা ও বায়ুসেনা ওই জওয়ানদের খোঁজ চালাচ্ছে। লেহ থেকে বিশেষ যন্ত্রপাতিও উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু, সেখানে দিনের তাপমাত্রা সর্বাধিক মাইনাস ২৫ ডিগ্রি থেকে রাতে মাইনাস ৪২ ডিগ্রিতে নেমে যাচ্ছে।

এই পরিস্থিতি সত্বেও পাকিস্তানের তরফে সাহায্যের প্রস্তাব ফিরিয়ে দেওয়া হল কেন? সেনা সূত্রের ব্যাখ্যা, সিয়াচেন সীমান্তের স্পর্শকাতর দিকটির কথায় মাথায় রেখেই এই কাজে পাক-সেনাকে জড়ানো হয়নি। তা ছাড়া, সাধারণত সীমান্তে যে কোনও দুর্ঘটনার ক্ষেত্রেই এক দেশ অন্য দেশকে এই ধরনের সাহায্যের প্রস্তাব দেয়। সেই হিসেবেও পাকিস্তান দুর্ঘটনার ৩০ ঘণ্টা পরে সাহায্যের প্রস্তাব দিয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন