Madhya Pradesh Bridge Collapse

এ বার মধ্যপ্রদেশে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু! আহত ছ’জন, অল্পের জন্য এড়ানো গেল বড় বিপর্যয়

৮০ কোটি টাকা ব্যয়ে সেতুটি তৈরি করছিল মধ্যপ্রদেশের পূর্ত দফতর। যে নির্মাণকারী সংস্থাকে সেতু তৈরির বরাত দেওয়া হয়েছিল, তাদের তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই ঘটনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ২০:৩৪
Share:

ভেঙে পড়েছে সেতুর একাংশ। রবিবার মধ্যপ্রদেশের শিবপুরী জেলায়। ছবি: সংগৃহীত।

ফের সেতু ভেঙে বিপত্তি। এ বার ঘটনাস্থল মধ্যপ্রদেশ। রবিবার দুপুরে সে রাজ্যের শিবপুরী জেলায় একটি নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ছ’জন শ্রমিক। প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে এক জনের শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক।

Advertisement

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ৮০ কোটি টাকা ব্যয়ে সেতুটি তৈরি করছিল মধ্যপ্রদেশের পূর্ত দফতর। যে নির্মাণকারী সংস্থাকে সেতু তৈরির বরাত দেওয়া হয়েছিল, তাদের তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই ঘটনা। সংস্থাটির তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় সেতুর ভেঙে পড়া অংশের কাছে কেউ ছিলেন না। তাই বড় বিপর্যয় এড়ানো গিয়েছে।

নির্মাণকারী সংস্থার এক আধিকারিক বলেন, “কাজ চলার সময় নির্দিষ্ট মাত্রার বেশি ঝাঁকুনি দেওয়া যায় না। কিন্তু এ ক্ষেত্রে তা-ই হয়েছে। ফলে ভারসাম্য হারিয়ে ভেঙে পড়ে সেতুর একাংশ।” প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই নির্মাণকারী সংস্থাকে নোটিস দিয়ে কৈফিয়ত তলব করা হয়েছে। শুরু হয়েছে তদন্তও। তদন্তে গাফিলতি উঠে এলে ওই সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার পরিকল্পনা করা হচ্ছে।

Advertisement

রবিবার দুপুরেই মহারাষ্ট্রের পুণের কাছে ইন্দ্রায়ণী নদীর উপর ভেঙে পড়ে একটি সেতু! ওই দুর্ঘটনার সময় সেতু থেকে প্রায় ২০ জন নদীতে পড়ে যান। পুলিশ সূত্রে খবর, তাঁদের মধ্যে ৫-৬ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও ১০-১৫ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। খরস্রোতা নদীর জলের তোড়ে কয়েক জন ভেসে গিয়ে থাকতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস জানান, এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন ৩২ জন, তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement